বিনোদন ডেস্ক : শাহরুখ খান অভিনীত ‘জওয়ান’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে সিনেমা মুক্তির এক সপ্তাহ আগে। এরই মধ্যে ট্রেলার ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এদিকে ট্রেলারের ডায়ালগগুলো সবার মুখে মুখে এখন। এর মধ্যে সবচেয়ে ভাইরাল হলো, ‘চাই তো আলিয়া ভাটকে’।
বলিউড কিংয়ের মুখে এমন ডায়ালগ শুনে দর্শকরা যেমন মজা পেয়েছেন তেমনি উচ্ছ্বসিত আলিয়া ভাট নিজেও। আর তাই ‘জওয়ান’ সিনেমার ট্রেলারের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ‘আর দুনিয়ার সবার চাই শুধু শাহরুখকে’। আলিয়ার এই উত্তর নেটিজেনদের অনেক পছন্দ হয়েছে।
ট্রেলারে দেখা যায়, মেট্রোরেল হাইজ্যাকের একটি দৃশ্যে কিং খানকে প্রশ্ন করা হয়, ‘কী চাও তুমি’। তার উত্তরে সেই চরিত্র বলে, ‘চাই তো আলিয়া ভাটকে’। বলিউড বাদশার আর এই সংলাপ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এ ছাড়া ট্রেলারে একাধিক রূপে দেখা যায় শাহরুখ খানকে। ট্রেলার দেখে বোঝা যায়, বাবা-ছেলে দুজনেরই চরিত্রে অভিনয় করবেন শাহরুখ।
বিশ্বব্যাপী আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ সিনেমাটি। এ সিনেমায় প্রথমবারের মতো নয়নতারার বিপরীতে দেখা যাবে শাহরুখ খানকে। নয়নতারা ছাড়াও এ সিনেমায় আরও দেখা যাবে সানিয়া মালহোত্রা, বিজয় সেতুপতি, প্রিয়ামণির মতো তারকাদের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।