আলিয়া মা হওয়ার আগেই রাতের ঘুম উড়লো রণবীরের

আলিয়া

বিনোদন ডেস্ক : বলিউড ইন্ডাস্ট্রির তারকাখচিত বিভিন্ন অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত সম্পর্ক এবং কিছু কার্যকলাপ মাঝেমাঝেই টপ ট্রেন্ডে পরিণত হয়। গ্ল্যামার ওয়ার্ল্ডের ঝকমকে জীবনে থাকা তারকারা কখন কবে কি করবেন সেই নিয়ে বেশ উত্তেজিত থাকেন তাঁদের অনুরাগীরা।

আলিয়া

এই বলিউড জগতের এক বড় নাম হল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। আলিয়ার প্রেগন্যান্ট হওয়ার খবর সামনে আসার পর থেকে পাপ্পারাজিদের ক্যামেরার লেন্স থেকে বাইরে যাচ্ছেন না এই সুপারহিট কাপেল। এমনকি সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে আলিয়ার বেবি বাম্পের ছবি।

তবে সম্প্রতি এক খবর সামনে এসেছে যা শুনে আপনি নিশ্চয় অবাক হবেন। জানা গিয়েছে, কিছুদিন বাদেই সন্তানের জন্ম দিতে চলেছেন আলিয়া। কিন্তু এই মুহূর্তে তিনি নাকি সমস্যার সম্মুখীন হচ্ছেন। আর সেইজন্য রাতের ঘুম উড়েছে রণবীরেরও। আলিয়া ভাট নাকি খুবই কঠিন সময়ের পাশ দিয়ে যাচ্ছেন যার জন্য প্রায় তিনি ঘর্মাক্ত হন। একই অবস্থা রণবীরেরও। ঠিক কি হয়েছে? জানতে প্রতিবেদনটির শেষ অংশটি অবশ্যই পড়ুন।

আপনি শুনলে অবাক হবেন যে এই অন্তঃসত্ত্বা অবস্থাতেও শুটিংয়ের কাজে ব্যস্ত ছিলেন আলিয়া ও রণবীর। এই দুই তারকা জুটি এতদিন ব্রহ্মাস্ত্র সিনেমার শুটিংয়ের নিজেদের সঁপে দিয়েছিলেন। তারা দিন রাত কঠোর পরিশ্রম করে এই সিনেমার শুটিং এর কাজ করছিলেন।

ছোট টুল আর সিমেন্টের সাহায্যে তৈরি করে ফেলুন ছোট স্টোব

এরমাঝেই দেখা গিয়েছে সারাদিন শুটিং করে ক্লান্ত হয়ে বসে রয়েছেন আলিয়া। বা সেটে গরমের জন্য ঘেমে স্নান করেছেন আলিয়া। তাই সকলেই বলছেন কঠিন সময়ের সম্মুখীন হতে হচ্ছে অন্তঃসত্ত্বা আলিয়াকে। এছাড়া স্ত্রীয়ের খেয়াল রাখতে গিয়ে রাতের ঘুম উড়েছে রণবীরের।