বিনোদন ডেস্ক : একাধিক নতুন বাংলো কিনে খবরের শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। মুম্বাইয়ের পালি হিলে ৩৮ কোটি রুপি দিয়ে এক বিলাসবহুল বাংলো কিনেছেন তিনি। আর বোন শাহিনের জন্য দুটি ফ্ল্যাট কিনেছেন আলিয়া। মুম্বাইয়ের জুহু এলাকায় দুটি ফ্ল্যাটের মূল্য ৭ কোটি ৬৮ লাখ রুপি। এবার নিজের পোশাক আর ব্যাগের কারণে নেট দুনিয়াজুড়ে তিনি। তার প্যান্ট আর ব্যাগের দাম এখন চর্চার বিষয় হয়ে উঠেছে।
আলিয়াকে সদ্য মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে। আর তার এই ভিডিও প্রকাশ্যে এসেছে। এদিন তাকে একদম অন্য লুকে দেখা গেছে। বলিউড নায়িকাকে বিমানবন্দরের বাইরে তার ছোট থেকে বড় অনুরাগীদের সঙ্গে সেলফি তুলতেও দেখা গেছে। আলিয়ার অ্যাথলেটিক লুকটি সবার নজর কেড়েছে।
সাধারণত এই বলিউড অভিনেত্রীকে সাদামাটাভাবে বেশি দেখা যায়। প্রসাধনে বাড়াবাড়ি থাকে না, চুলও বেশ এলোমেলো থাকে। এদিনও আলিয়ার মুখে প্রসাধনের লেশমাত্র ছিল না। আর অবিন্যস্ত এলোমেলো চুলে দেখা গিয়েছিল তাকে। মুম্বাই বিমানবন্দরে আলিয়ার পরনে ছিল বাদামি রঙের চেক জগার স্টাইলের ট্র্যাক প্যান্ট আর ক্রিম রঙা ট্যাংক টপ। এই টপের ওপর তিনি পরেছিলেন হাল্কা বাদামি রঙের ক্রপ জ্যাকেট। পায়ে সাদা স্নিকার আর হাতে ছিল কালো হ্যান্ডব্যাগ।
আলিয়া এদিন অ্যাডিডাস আর গুচি জিজি ব্র্যান্ডের ক্যানভাস প্যান্ট পরেছিলেন। তার জগার প্যান্টটি দুটি নামীদামি ব্র্যান্ড মিলে বানিয়েছে। জানা গেছে, আলিয়ার জগার স্টাইলের প্যান্টের দাম ১ লাখ ৬২ হাজার রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ১৫ হাজার টাকা।
এ প্যান্টে তাকে এদিন দারুণ স্টাইলিশ লাগছিল। আলিয়া পোশাকের থেকে প্যান্ট আর ব্যাগের ব্যাপারে বেশি শৌখিন। তার প্রমাণ এর আগে একাধিকবার পাওয়া গেছে। এবারও আলিয়ার পোশাককে ছাপিয়ে গেল তার কালো রঙের হ্যান্ডব্যাগ। তার হ্যান্ডব্যাগটি জনপ্রিয় আর অভিজাত ব্র্যান্ড গুচির। এবার ব্যাগের দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। জানা গেছে, আলিয়ার এ হ্যান্ডব্যাগের দাম ২ লাখ ৪ হাজার রুপি। বাংলাদেশি মুদ্রায় ২ লাখ ৭০ হাজার টাকা। এদিন তার প্যান্টের থেকে ব্যাগের দাম ছিল বেশি।
আলিয়াকে শেষ বড় পর্দায় দেখা গেছে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে। খুব শিগগিরই তাকে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে। এ ছবিতে আলিয়া জুটি বাধতে চলেছেন রণবীর সিংয়ের সঙ্গে। করণের এ ছবিতে জয়া বচ্চন, শাবানা আজমি আর ধর্মেন্দ্র আছেন। আগামী ২৮ জুলাই ছবিটি মুক্তি পেতে চলেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।