বিনোদন ডেস্ক : বিনোদন জগতের ক্ষেত্রে ভারতীয় সিনেমার ইতিহাসে বলিউডের(Bollywood) সফলতার কাহিনী বরাবর উজ্জল। অন্যান্য ভাষার সিনেমা যেমন তামিল, তেলেগু, উড়িয়া, মালায়ালাম জনপ্রিয়তা বাড়লেও বলিউডের গ্রহণযোগ্যতা অনেক বেশি। বিগত কয়েক মাস ধরে বলিউডের ছবিকে পেছনে ফেলে দিয়ে এগিয়ে চলেছে দক্ষিণের সিনেমাগুলো।
এখন সারা বিশ্বব্যাপী দক্ষিণের সিনেমার জনপ্রিয়তার তুঙ্গে। এখন দক্ষিণের সুপারস্টারেরা ভীষণ ব্যস্ত তাদের আসন্ন ছবি নিয়ে। ‘আরআরআর'(RRR) ছবির বিরাট সাফল্যের পর জুনিয়র এনটিআর(Juinor NTR) তার নতুন ছবির কাজ শুরু করেছেন। জানা গিয়েছে, অভিনেতা তার পরবর্তী ছবির কাজ করছেন পরিচালক কর্তালা শিবের সঙ্গে। এই পরিচালকের সঙ্গে এর আগে ‘জনতা গ্যারেজ’ ছবিটি তিনি করেছিলেন। যেটি বক্সঅফিসের ব্লকবাস্টার হিট হয়েছিল।
এটাও শোনা গিয়েছিল, এই ছবিতে জুনিয়র এনটিআর-এর বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে। কিন্তু তিনি ছবি থেকে সরে এসেছেন বলেও শোনা গিয়েছে। তবে এরপরে বলিউডের আরেকজন সেন্সেশনাল অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে কাস্ট করার কথা নিয়েও বেশ কানাঘুষা চলছে। কিন্তু তিনিও এই ছবি করতে চাননি বলেই জানা গিয়েছে। যদিও এখন নির্মাতাদের তরফ থেকে সঠিকভাবে কিছু জানানো হয়নি।
বলিউডের অভিনেত্রী ছাড়া ছাড়াও প্যান ইন্ডিয়া সুপারস্টার নায়িকা রশ্মিকা মান্দানাকে অভিনেতার বিরুদ্ধে কাজ করা হবে বলে শোনা গিয়েছে। তবে পরিচালকের নিজস্ব পছন্দের নায়িকা হলেন সাই পল্লবী। তামিল, তেলেগু সিনেমার ক্ষেত্রে সাই পল্লবী একজন জনপ্রিয় অভিনেত্রী। তিনি বহু সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন। তাই পরিচালক জুনিয়র এনটিআর-এর বিপরীতে তাকে কাস্ট করলেও করতে পারেন। যদিও এখনো এই নিয়ে সঠিকভাবে কিছুই জানানো হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।