মেয়ের জন্মের পর যে সিদ্ধান্ত নিলো আলিয়া

আলিয়া ভাট

বিনোদন ডেস্ক : বলিউড নায়িকা আলিয়া ভাটের সঙ্গে রণবীর কাপুর ২০২২ সালের এপ্রিলে সংসার জীবন শুরু করেছিলেন। এরপর পার হয়েছে দীর্ঘসময়। আলিয়ার কোলে এসেছে ফুটফুটে কন্যা রাহা। সদ্য মেয়ের ১ বছরের জন্মদিন পালন করলেন বলিউডের জনপ্রিয় দম্পতি।

আলিয়া ভাট

রণবীর এখন পুরোদস্তুর বাবা হয়ে উঠেছেন। যতবারই প্রকাশ্যে দেখা গেছে রাহাকে, সে প্রায় অধিকাংশ সময়ই বাবার কোলে। অন্যদিকে আলিয়াও মাতৃত্বের যাত্রা শুরু করেছেন। মেয়ে রাহার জন্মের পর নাকি অনেকটা বদলে গেছেন তিনি। সেই পরিবর্তন নিজের মধ্যে লক্ষ করতে পারছেন এ নায়িকা।

আলিয়া যে বিশ্বমানের অভিনেত্রী, তা ভালো করেই জানেন রণবীর। তাই পেশাদার অভিনেত্রী হিসেবে আলিয়াকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহ দেন। সন্তানের জন্মের পর কিছুটা সময় বিরতি নিয়েছিলেন রণবীরপত্নী। তবে তাড়াতাড়ি যাতে কাজে ফিরতে পারেন, সে ব্যাপারে সব রকমভাবে পাশে রয়েছেন রণবীর। মেয়ে জন্মের পর স্বামী-স্ত্রী একটি বিষয়ে একাট্টা।

পোশাককর্মী নেবে জর্ডান, থাকা-খাওয়া-চিকিৎসা ফ্রি

আলিয়া বলেন, ‘মেয়ের জন্মের পরই আমার একটা সিদ্ধান্তে আসি যে, মেয়েকে একা ছাড়ব না কখনো। রাহাকে কখনো আমি দেখব, কখনো রণবীর। যার যখন কাজ থাকবে, অন্যজন ছুটি নিয়ে আমরা সন্তানের কাছে থাকব।’