চ্যাটজিপিটির বিকল্প আনলো আলিবাবা

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মাইক্রোসফট ও অ্যামাজনের সঙ্গে টেক্কা দিয়ে বাজারে নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এনেছে চীনা কোম্পানি আলিবাবা।

সংবাদমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিমাদের এআই এর ওপর নির্ভরশীলতা দূর করতে চলতি বছরের শুরু থেকেই কাজ করে আসছিল আলিবাবা।

চলতি বছর এপ্রিলে চ্যাটজিপিটির বিকল্প হিসেবে বাজারে তংগুই কুয়ানওয়েন নামে নিজেদের এআই আনার ঘোষণা দেয় ক্লাউড কম্পিউটিংয়ের বৃহৎ চীনা প্রতিষ্ঠানটি। ঘোষণার অংশ হিসেবেই বাজারে বিকল্প নিয়ে এলো প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলিবাবা জানিয়েছে, নতুন এ চীনা এআই যেকোনো জটিল আদেশ মানতে সক্ষম। এ ছাড়া কপিরাইটিং থেকে শুরু করে চ্যাটজিপিটির মতো সব কাজ করতে সক্ষম এই এআই।

আলিবাবা আরও জানিয়েছে, পশ্চিমাদের এআই ব্যবহার করা চীনা প্রতিষ্ঠানের ডেটা নিরাপত্তার জন্য হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে, সেক্ষেত্রে দেশের কোম্পানিগুলোকে নিজস্ব এআই সার্ভিস দিতে সক্ষম আলিবাবা। এমনভাবে প্রতিষ্ঠানগুলোর জন্য এআই সার্ভিসের ব্যবস্থা করে দেয়া হবে, যেখানে প্রতিষ্ঠানেরই ডেটা ব্যবহার করা হবে। ফলে থাকবে না তথ্য চুরির কোনো ঝুঁকি।

বিশ্লেষকরা বলছেন, আলিবাবার এ সিদ্ধান্তের কারণে বাজারে মাইক্রোসফটের ওপেন এআই এবং অ্যামাজনের বেডরকের বাজার অনেকটাই কমে আসবে। বিশেষ করে, এশিয়ার বাজারে আলিবাবার এআই দাঁপিয়ে বেড়াবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।