বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মহাকাশ থেকে পৃথিবীতে এসে পড়া একটি উল্কা থেকে এক দারুণ বস্তু আবিষ্কারের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের একদল জ্যোতির্বিদ। আর সেটি হলো, এলিয়েনের প্রযুক্তির একটি অংশবিশেষ। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস নিউজ বলছে, এ নিয়ে চলছে বিস্তর গবেষণা।
২০১৪ সালে পাপুয়া নিউগিনির সমুদ্র উপকূলে একটি উল্কার পতন হয়। গবেষণার জন্য সেই উল্কার কিছু অংশবিশেষ এনেছিলেন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আভি লোয়েভ।
আভি লোয়েভ দলবল নিয়ে গবেষণা করে এবার দাবি করছেন, সেখানে এলিয়েনের কোনো প্রযুক্তির অংশবিশেষ রয়েছে।
এরই মধ্যে আরও পর্যালোচনা করার জন্য উল্কার এসব অংশ গবেষণাগারে নিয়ে গেছেন দলটি। যুক্তরাষ্ট্রের মহাকাশ কমান্ড বলছে, উল্কার এসব অংশবিশেষ অন্য কোনো সৌরজগতের।
সংবাদমাধ্যম ইউএসএ টুডে বলছে, ২০১৪ সালে যে উল্কা পড়েছিল, তা একটি বাস্কেটবলের সমান। লোয়েভ জানান, সাধারণত অন্য কোনো সৌরজগৎ থেকে কোনো উল্কা এলে সেটি আমাদের সৌরজগতের উল্কার দ্বিগুণ গতিতে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।