বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : গত আড়াই বছরে যুক্তরাজ্যে দেখা গেছে প্রায় এক হাজার রহস্যময় বস্তু। বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় আনআইডেন্টিফাইড ফ্লায়িং অবজেক্ট (ইউএফও)। এ কারণে দেশটির বিজ্ঞানীরা ধারণা করছেন, পৃথিবীর খুব কাছেই লুকিয়ে আছে ভিনগ্রহের প্রাণী (এলিয়েন)।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি রেকর্ড বলছে, সৌরজগতের আশপাশেই এখন থাকতে পারে এলিয়েন। কয়েক বছরে দেখা ইউএফওর মাধ্যমে সে লক্ষণই পাওয়া গেছে। এলিয়েন চাচ্ছে না, মানুষ তাদের শনাক্ত করুক।
যুক্তরাজ্যের আকাশে এমন বস্তুর কার্যক্রম যাচাই করার জন্য এরই মধ্যে একটি ম্যাপ বানানো হয়েছে। ২০২১ সালের জানুয়ারি মাসে শুরু হয় এর কার্যক্রম। সেই ম্যাপের হটস্পট এখন গ্ল্যাসগো।
যুক্তরাজ্যের আরেক সংবাদমাধ্যম মিরর বলছে, ২০২১ সাল থেকে এ পর্যন্ত ৯৫৭টি ইউএফও দেখা গেছে। এর মধ্যে ২০২১ সালেই দেখা গেছে ৪১০টি। আর ২০২২ সালে দেখা গেছে আরও বেশি, ৪৯৪টি।
যেসব ইউএফও দেখা গেছে, সেগুলোর মধ্যে চারভাগের এক ভাগই তারার মতো দেখতে। এগুলো আকাশে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছিল। বাকিগুলো দেখতে গোলক ও সিলিন্ডারের মতো দেখতে। এগুলো আসলে কী, তা জানা যায়নি।
https://www.itvbd.com/96683
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।