বিনোদন ডেস্ক : প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোনের পর আরেক বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের অভিষেক হচ্ছে হলিউডে। নেটফ্লিক্স ও স্কাইডান্স-এর স্পাই থ্রিলার ছবি ‘হার্ট অব দ্য স্টোন’-এ দেখা যাবে তাঁকে। ছবিতে আরো আছেন ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত ইসরায়েলি অভিনেত্রী গাল গ্যাদতও। গেল বছর নেটফ্লিক্সের সুপারহিট ছবি ‘রেড নোটিস’-এও ছিলেন গ্যাদত।
ছবিতে আরো আছেন ‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত আইরিশ অভিনেতা জ্যামি দোরহান। ছবিটি পরিচালনা করবেন টম হারপার। হলিউড অভিষেকের কথা নিশ্চিত করেছেন আলিয়া নিজেও। তবে ইনস্টাগ্রামে তিনি শুধু ‘হার্ট অব দ্য স্টোন’-এর খবরটির লিংক শেয়ার করেছেন, আলাদা করে কিছু লেখেননি।
স্পাই থ্রিলার ছবিটির গল্প সম্পর্কে কিছু জানা যায়নি। ২০২১ সালে এই ছবির স্বত্ব পায় নেটফ্লিক্স। এর আগে হলিউড ছবির জন্য অডিশন দিচ্ছেন আলিয়া—কয়েকবারই এমন নিউজ হয়। ইংরেজি ছবিতে অভিনয়ের জন্য একটি ট্যালেন্ট এজেন্সির সঙ্গে চুক্তিও করেছিলেন তিনি। এবার এলো ছবির ঘোষণা।
আলিয়া অভিনীত সর্বশেষ ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। ১০০ কোটি রুপিরও বেশি আয় করেছে ছবিটি। এ বছর বার্লিন চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়। এর আগে ২০১৯ সালেও যোয়া আখতারের ‘গলি বয়’ নিয়ে বার্লিনে গিয়েছিলেন আলিয়া। তখনই বিভিন্ন দেশের প্রযোজক-পরিচালকদের নজরে পড়েন।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel