বিনোদন ডেস্ক: বিয়ে শেষ আলিয়া ভাট আর রণবীর কাপুরের। পরিবার ও কাছের আত্মীয়দের উপস্থিতিতে সাত পাক ঘোরেন তাঁরা। খাঁটি পঞ্জাবি রীতি মেনে হয় বিয়ের অনুষ্ঠান। এবার অপেক্ষা শুধু বিয়ের ছবি সামনে আসার।
আর এখানেই থাকছে বড় চমক! শোনা যাচ্ছে রণবীর কাপুরেরও এন্ট্রি হতে চলেছে সোশ্যাল মিডিয়ায়। এতদিন ইনস্টাগ্রামে বা অন্য কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনও অ্যাকাউন্ট ছিল না রণবীরের। এবার শোনা যাচ্ছে বিয়ের ছবি দিয়েই তিনি অফিসিয়ালি হবে সোশ্যাল মিডিয়া ডেবিউ।
‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ তারকা নাকি নিজের অনুরাগীদের জন্য শেয়ার করে নেবেন একটা বিশেষ ভিডিয়ো বার্তা। আর এই খবর সামনে আসার পর থেকেই উৎসাহী রণবীর ভক্তরা! তাঁদেরও আশা রণবীর হয়তো বিয়ের পর থেকে ভিকি কৌশলের মতো করেই বউয়ের সাথে রোম্যান্টিক ছবি পোস্ট করবেন। আরও পড়ুন: বিয়ে শেষ! রণবীর-আলিয়া এখন অফিসিয়ালি বর-বউ, কাছের মানুষদের সামনে ঘুরলেন সাত পাকে
প্রসঙ্গত, পাঁচ বছর সম্পর্কে থাকার পর বিয়ে করলেন রণবীর আর আলিয়া। কাপুরদের বান্দ্রার বাড়ি ‘বাস্তু’তেই হয়েছিল সব আয়োজন। পরিবার ও কিছু কাছের বন্ধু যথা লাভ রঞ্জন, করণ জোহর, আয়ান মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। নিমন্ত্রিত ছিলেন আম্বানিরাও।
খাবার দাবারেরও ছিল বিশেষ আয়োজন। বিরিয়ানি, মটন, কাবাব তো ছিলই; সাথে ছিল আলিয়ার পছন্দের ভেগান বার্গার আর রণবীরের পছন্দের সুশি। লেবানিজ থেকে শুরু করে ইতালিয়ান নানান ধরেনর খাবারের আয়োজন করা হয়েছিল এদিন।
সূত্র: হিন্দুস্তাইন টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।