জুমবাংলা ডেস্ক : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) মূল ফটক বাদে অন্য সব ফটক রাত ৮টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে।
নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে ক্যাম্পাসের মূল ফটক বাদে অন্য ফটকগুলো রাত ৮টার মধ্যে বন্ধ করে দেওয়া হবে।
তবে, মূল গেট সার্বক্ষণিক খোলা থাকবে। এ বিষয়ে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।