স্পোর্টস ডেস্ক : কোনো পাড়া বা মহল্লার খেলা নয়। বয়সভিত্তিক ক্রিকেটের কোনো ম্যাচও ছিল না এটা। ম্যাচটি ছিল একটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। সেই ম্যাচেই কি না ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। মাত্র ১০ রানে অলআউট হওয়ার লজ্জাজনক বিশ্বরেকর্ড গড়েছে ব্রিটেনের অন্তর্ভূক্ত আইল অব ম্যান নামক দেশ।
দলটির ১১ ব্যাটার মিলে করেন ১০ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে কোনো দেশ এত কম রানে অলআউট হয়নি। রবিবার (২৬ ফেব্রুয়ারি) স্পেনের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও শেষ টি-টোয়েন্টিতে ১০ রানে অলআউট হয় ব্রিটেনের অন্তর্ভূক্ত আইল অব ম্যান। ১১ রানের জবাবে ব্যাট করতে নেমে দুই বলেই ম্যাচ জিতে নেয় স্পেন।
আইল অব ম্যান ৮.৪ ওভার ব্যাট করে ১০ রান করে। দলের কোনো ব্যাটার ৫ রানও করতে পারেনি। সাতজন ব্যাটার আউট হয়েছেন শূন্য রানে। দলটিকে এত অল্প রানে আটকে দেওয়ার দুই কারিগর স্পেনের মোহাম্মদ কামরান আর আতিফ মেহমুদ। কামরান হ্যাটট্রিকসহ ৪ রানে নেন ৪ উইকেট আর মেহমুদ ৬ রানে শিকার করেন ৪ উইকেট।
১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে স্পেন কোনো উইকেট না হারিয়ে দুই বলেই সেই লক্ষ্যে পৌঁছে যায়। দলটির ওপেনার আওয়াইস আহমেদ দুটি ছক্কায় করেন ১২ রান।
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ–ইংল্যান্ড ওয়ানডে,টিকিট যেখানে পাওয়া যাবে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।