বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জ্বালানি তেলের দাম বেড়েছে। তেলের বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে ইলেকট্রিক বাহন। বিশেষ ইলেকট্রিক বাইক ও স্কুটারের চাহিদা দিন দিন বাড়ছেই।
পরিবেশ দূষণ কমাতে এসব বৈদ্যুতিক বাহন ভূমিকা রাখছে। কিন্তু অন্যান্য মোটরযানের মতোই এতেও রয়েছে একাধিক সমস্যা। যা জেনে রাখা দরকার।
ইলেকট্রিক বাইক-স্কুটারের অসুবিধা
ইলেকট্রিক বাইক-স্কুটারের শুধু গুণগান-এর পাশে জায়গা করে নিয়েছে বেশ কিছু সাধারণ সমস্যা। যা দুই-একজন নয়, মুখোমুখি হয়েছেন বহু মানুষ। পরিবেশ বাঁচাতে জ্বালানি বিকল্প ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। ভাবনা বিদ্যুৎ চালিত গাড়ি-বাইকের ব্যবহার ব্যাপক স্তরে নিয়ে যাওয়া। কিন্তু তা করতে গিয়ে ফাঁক থেকে যাচ্ছে দায়িত্বে? অভিযোগ করছেন অনেকেই।
ইতিমধ্যে ব্যাটারি চালিত বাইকের ভিড় বাড়তে শুরু করেছে দেশের বহু রাস্তায়। আপনিও যদি আগামী দিনে ইলেকট্রিক বাইক ও স্কুটার কেনার কথা ভেবে রাখেন তাহলে এই অসুবিধাগুলো জেনে রাখুন। যাতে আগে ভাগে আপনি প্রস্তুত থাকতে পারেন।
চার্জিংয়ের সময়
বৈদ্যুতিক স্কুটার ও বাইকের সংখ্যা বাড়লেও নেই পর্যাপ্ত চার্জিংয়ের ব্যবস্থা। তাছাড়া অনেক স্কুটারে গড় চার্জিং সময় ৪ থেকে ৫ ঘণ্টা। কোথাও কোথাও তারও বেশি। স্কুটার কিনে ফেললেও তা চার্জ করার জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হয়। তবে এই সমস্যার সমাধান নিয়ে জোর কদমে প্রস্তুতি শুরু করেছে কোম্পানিগুলো
রেঞ্জ ও বাস্তব মাইলেজ
স্কুটারগুলো যখন লঞ্চ করা হয় বাজারে তখন কোম্পানিগুলোর তরফে যে রেঞ্জ দাবি করা হয় তা আসলে পাওয়া যায় না। তার কিছুটা কম মাইলেজ পান গ্রাহকেরা। যেমন ধরুন কোম্পানিগুলির তরফে ১৫০ কিলোমিটার রেঞ্জ দাবি করা হলেও বাস্তবে ১০০ কিলোমিটার পাওয়া যায়। নিত্য যাতায়াতে বা এলাকার ধারে কাছে ঘোরার ক্ষেত্রে পেট্রোল স্কুটারগুলো অনেকটাই এগিয়ে।
ব্যাটারি রিপ্লেসমেন্ট
এই অসুবিধাটি প্রথম ২-৩ বছর পাবেন না। কারণ সংস্থাগুলো বাইক ও স্কুটারে নির্দিষ্ট ওয়ারেন্টি দিয়ে থাকে। তবে সময়ের সঙ্গে ব্যাটারির স্বাস্থ্য খারাপ হতে শুরু করে। বহু সংস্থাই ব্যাটারির দাম খোলসা করেনা তাই এটির খরচ সম্পর্কে অনেকেই সচেতন নয়। তাছাড়া ব্যাটারি রিপ্লেসমেন্ট নিয়ে সমস্যায় পড়েন ক্রেতারা।
অত্যাধিক দাম
ইলেকট্রিক স্কুটার ও বাইকের দাম অত্যাধিক। যা কখনো কখনো জ্বালানি চালিত মোটরসাইকেল-স্কুটারের চেয়েও বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।