আল্লাহ তায়ালা সর্বপ্রথম সৃষ্টি কী। এ বিষয়ে আলেমরা বলেন, আল্লাহ প্রথমে পানি, আরশ, তারপর কলম, এরপর আসমান ও জমিন সৃষ্টি করেছেন। কিন্তু আরশ ও পানি কোনটি আগে সৃষ্টি হয়েছে এ বিষয়ে মতভেদ আছে।

১. কারো মতে আরশ আগে সৃষ্টি। ইবনে তাইমিয়া ও ইবনুল কাইয়্যিম এ মতকে শক্তিশালী বলে মনে করেন।
২. কারো মতে পানি আগে সৃষ্টি। এ মতটি বদরুদ্দীন আইনি সমর্থন করেছেন। তিনি উমদাতুল কারি গ্রন্থে বলেন, পবিত্র কোরআনে সুরা হুদের সাত নম্বর আয়াতে বর্ণিত হয়েছে, ‘তার (আল্লাহর) আরশ ছিল পানির উপর’।
এই আয়াত প্রমাণ করে যে এই জগতের সূচনা ছিল পানি ও আরশ; কারণ আসমান-জমিন সৃষ্টির আগে এই দুই সৃষ্টিই ছিল এবং তখন আরশের নিচে পানি ছাড়া আর কিছুই ছিল না।
এর মাধ্যমে প্রশ্ন জাগে যে যদি আরশ ও পানি প্রথমে সৃষ্টি হয়ে থাকে, তাহলে কোনটি আগে সৃষ্টি করা হয়েছে?
এর উত্তরে আলেমরা বলেন, পানি আগে সৃষ্টি করা হয়েছে। কারণ ইমাম আহমদ, তিরমিজি আবু রাজীন (রা.)-এর সনদে বর্ণনা করেছেন। পানি আরশের আগে সৃষ্টি হয়েছে।
এছাড়া সাদ্দি তার তাফসিরে একাধিক সনদে বর্ণনা করেছেন, পানি সৃষ্টির আগে আল্লাহ তায়ালা কোনো কিছু সৃষ্টি করেননি।
ইবনে রজব হাম্বলি তার তাফসিরে বলেন, পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেছেন, আর তিনিই আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে, আর তার আরশ ছিল পানির উপর। (সুরা হুদ আয়াত : ৭)
এক হাদিসেআবু হুরায়রা (রা.) বর্ণনা করেছেন, আমি রাসুল (সা.)-কে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসুল, আমি যখন আপনাকে দেখি তখন আমার অন্তর প্রশান্ত এবং চক্ষু শীতল হয়। আপনি সব বস্তু সম্পর্কে কিছু জানান। তিনি বলেছেন, ‘সব বস্তু পানি থেকে সৃষ্টি করা হয়েছে।’ (মুসনাদে আহমদ, হাদিস : ৭৯৩২)
কোরআনের এই আয়াত ও হাদিস প্রমাণ করে পানি সমস্ত সৃষ্টির মূল উপাদান, সমস্ত সৃষ্টি পানির থেকেই তৈরি।
আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, তাকে যখন সৃষ্টির সূচনার বিষয়ে জিজ্ঞেস করা হয়, তিনি বলেন, মাটি, পানি, কাদামাটি, আগুন ও অন্ধকার থেকে।
প্রশ্ন করা হল, এর কোনটি থেকে সৃষ্টির সূচনা। তিনি বললেন, একটি উৎস থেকে। আর তাহলো প্রবাহিত পানি। সুরা হুদের সাত নম্বর আয়াতেও আল্লাহ তা বলেছেন।
সহিহ বুখারির হাদিসে ইমরান ইবন হুসাইন (রা.) থেকে বর্ণিত, প্রথমে আল্লাহ ছিলেন, তার আগে কিছুই ছিল না (বা তার সাথে কিছুই ছিল না), আর তখন তার আরশ ছিল পানির ওপর। তিনি লওহে মাহফুজে সবকিছু লিখে নিলেন, তারপর আসমান-জমিন সৃষ্টি করলেন।
সহিহ মুসলিমে আবদুল্লাহ ইবন আমর (রা.) থেকে বর্ণিত, আল্লাহ আসমান-জমিন সৃষ্টি করার ৫০,০০০ বছর আগে সকল সৃষ্টির তাকদির লিখে নিয়েছিলেন। আর তখন তার আরশ ছিল পানির ওপর।
ইবন আব্বাস (রা.) থেকে তাবারি বর্ণনা করেছেন, যখন কোনো কিছু সৃষ্টি হয়নি তখন আল্লাহর আরশ পানি ওপর ছিল। পানির আগে কিছুই সৃষ্টি হয়নি। যখন তিনি সৃষ্টির ইচ্ছা করলেন, পানি থেকে ধোঁয়া বের করলেন, তা উপরে উঠে আসমান হলো। তারপর পানি শুকিয়ে জমিন হলো, প্রথমে একটিই জমিন; তারপর তা সাত ভাগ হলো। তারপর আসমান একটি ছিল; সেটিকে সাত আসমানে বিভক্ত করলেন।
সারসংক্ষেপ
অধিকাংশ সালাফের মতে প্রথম সৃষ্টি—পানি।
এরপর আরশ, তারপর কলম, তারপর আসমান-জমিন।
পানি থেকেই সব সৃষ্টির উপাদান তৈরি।
সূত্র : ইসলাম ওয়েব ডট নেট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



