জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম কলেজে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত হয়েছেন ছাত্রদলের পাঁচ নেতাকর্মী। হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
আহত ছাত্রদল কর্মীরা হলেন- সাইফুল করিম আরিয়ান, শরীফুল ইসলাম আবীর, নাঈম ভূইয়া, শোয়াইবুল ইসলাম এবং আশরাফ। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে চট্টগ্রাম কলেজে গিয়েছিলেন সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছাত্রদল কর্মী আশরাফ উদ্দিন। কলেজ প্রাঙ্গণে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা গিয়ে আশরাফের গতি রোধ করেন। মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেন। পরে বেলা ৩টায় মারধরের বিষয়ে লিখিত অভিযোগ নিয়ে ছাত্রদলের ১০ নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কাছে যান। অভিযোগ দিয়ে বের হওয়ার সময় ইসলামী ছাত্রশিবির নেতাকর্মীরা গিয়ে আবারও হামলা চালান। মারধরে ছাত্রশিবির চট্টগ্রাম নগরের (উত্তর) নেতাকর্মীরা নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী সিজ্জি বলেন, চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রশিবিরের নেতা পরিচয়ে কয়েকজন গিয়ে মারধর করে এবং ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে আমরা মুঠোফোনে অধ্যক্ষকে বিষয়টি জানাই। তিনি আমাদের লিখিত অভিযোগ করার পরামর্শ দেন। আমরা লিখিত অভিযোগ দিয়ে ফেরার পথে এক থেকে দেড়শজন আমাদের ওপর হামলা চালায়। এসময় তাদের হাতে লাঠি সোটা ছিল।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন চট্টগ্রাম মহানগর উত্তর শাখা ছাত্রশিবিরের সভাপতি ফখরুল ইসলাম। তিনি বলেন, আমি ঢাকাতে। শুনেছি ছাত্রদলের নেতাকর্মীরা দল বেধে প্রিন্সিপালকে হুমকি দিতে গিয়েছিলেন। পরে কলেজ থেকে বের হওয়ার পর গেটের বাইরে তাদের সঙ্গে দেবপাহাড়কেন্দ্রিক কারও ঝামেলা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।