সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় রুপসী বাংলা সববায় সমিতির বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নে চর সাটুরিয়া গ্রামের মৃত আ: মজিদের পুত্র মো. গোলাম মোস্তফা জানান, ২০১৯ সালে সাটুরিয়া বাজারে অবস্থিত রুপসী বাংলা ঋন দান সমিতির সদস্য হন। ওই সমিতির শর্ত মোতাবেক স্বাক্ষর করা ন্যাশনাল ব্যাংক সাটুরিয়া শাখার (টাকার অংক লেখা ছাড়া) চেক বইয়ের ৩৪৫২৫০৩ পাতা সমিতির অফিসের কর্মকর্তা মো.আয়নাল হকের কাছে জমা দেন। টাকা আদায়ের নিরাপত্তার জন্যে ওই চেক জমা দিয়ে চলতি বছরই ২০ অক্টোবর ৫০ হাজার টাকা ঋণ গ্রহন করেন অসহায় মোস্তফা। চেক গ্রহণকালে বইয়ের মুড়িতে স্বাক্ষর করেন আয়নাল হক।
২০১৯ সালে নেয়া ঋনের টাকা কিছু অংশ পরিশোধ হলেও বকেয়া থাকে একাংশ। দীর্ঘদিন পর বকেয়া টাকা পরিশোধের করতে সুদে আসলে প্রায় ৬০ হাজার টাকা দাবি করেন সমিতির কর্মকর্তা আয়নাল হক। চলতি বছরের ২০ ফেব্রুয়ারি টাকা পরিশোধ করতে গেলে ঋণ গ্রহীতার দেয়া চেক খুজে পান না বলে জানান আয়নাল হক । প্রায় সপ্তাহ খানেক ঘুরাঘুরির পর জানতের পারেন জামানত রাখা চেক এর পাতাটি জমি ব্যবসায়ী সোরহাব কাছে বিক্রি করে দিয়েছেন আয়নাল হক।ঋনীকে চেক ফেরৎ দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন সমিতির কর্মকর্তা আয়নাল হক। চেকে পাতা জমার নেওয়ার সতত্যা নিশ্চিত স্বিকার করেন মো :আয়নাল হক।
এদিকে ওই নম্বরের ব্যাংক চেকটি ৩৫ লাখ টাকা লিখে ব্যাংকে জমা দেন সোহরাব হোসেন নামে এক ব্যাক্তি। অসহায় ঋন গ্রহীতার একাউন্টে অত টাকা না থাকায় রীতিমতো ডিজঅনার করে ফেরৎ দেন বাহককে। এই সুবাদে সোহরাব হোসেন ঋনী অসহায় গোলাম মোস্তফার নামে ৩৫ লাখ টাকা না দিলে মামলার হুমকি দিয়ে উকিল নোটিশ জারী করেছেন বলে জানান ভুক্তভোগী। সোরহাবের ও মোস্তফা পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি জায়গা নিয়ে বিরোধ চলে আসছে এর আগেও অসহায় গোলাম মোস্তফার মূল্যবান জায়গা একাধিকবার দখলে পাইতারা চালিয়েছিল সোরহাব হোসেন।
নিরুপায় হয়ে অসহায় মোস্তফা সাটুরিয়া উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের চেক জালিয়াতির ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের ও বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিকগঞ্জ ৩ নং আদালতে সি,আর, মামলা নং ১০৬ দায়ের করে।
এ বিষয়ে সাটুরিয়া উপজেলা সমবায় কর্মকর্তা ফিরোজুল আলম জানান, রুপসী বাংলা সববায় সমিতির আয়নাল হক সহ কয়েক জনের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগ আছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।