বর্গাচাষীর কাটা ধান লুট করে নেয়ার অভিযোগ

Paddy

জুমবাংলা ডেস্ক : পটুয়াখালীর বাউফল উপজেলায় আব্দুল আলী মাতব্বর নামে এক বর্গাচাষীর জমির কাটা ধান লুট করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে কবীর গাজী নামে এক প্রভাবশালীর বিরুদ্ধে। রবিবার (১৫ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর নিমদী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জমির মালিক মো. মেহেদী হাসান রাসেল।

Paddy

জানা গেছে,অব্দুল আলী মাতব্বর জমির মালিক মেহেদী হাসান রাসেলের কাছ থেকে দেড় একর জমি বর্গা নিয়ে চলতি আমন মৌসুমে আমন চাষ করেন। ঘটনার দিন রবিবার জমির ধান কেটে ট্রলার যোগে বাড়ি ফেরার পথে চরনিমদী গ্রামের লাল গাজীর ছেলে কবির গাজী ও নজরুল গাজী ৫-৭জন লোকজন নিয়ে ট্রলার থেকে ধান লুটপাট করে নিয়ে যায়। এসময় চাষীবাঁধা দিতে আসলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জমির মালিক রাসেল বলেন, চরনিমদী মৌজায় ৯নং খতিয়ানের ১১৪ নং দাগে আমার নানা দেড় এক জমির বৈধ মালিক। দীর্ঘ দিন ও আমরা ভোগ দখল করে আসছি। আমাদের চাষী জমি চাষাবাদ করে থাকেন। কবির ও নজরুল গাজীর জমি ১১৪/১ নং দাগে। তারপরেও তারা আমাদেও জমির মালিকানা দাবি করে ধান লুট কওে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে কবির গাজী বলেন, ধান লুট করিনি। জিম্মায় রেখেছি। সালিশ বৈঠকে যারা ধানপাবে তারা নিয়ে যাবে।

এ বিষয় বাউফল থানার ভারপ্রপ্ত কর্মকর্তা(ওসি) মো. কামাল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।