জুমবাংলা ডেস্ক : রংপুরের মিঠাপুকুরে লাম্পি স্কিন রোগে আক্রান্ত দুই গরু বিক্রির অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, দুইটি লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর মধ্যে একটি বাজারে ও আরেকটি জবাই করে গ্রামবাসী এবং একটি হোটেলে বিক্রি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার দূর্গাপুর ইউনিয়নের শীতলগাড়ী বটেরচড়া গ্রামে সাইদুর রহমানের দুইটি গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছিল। এর মধ্যে একটি গরু বাজারে বিক্রি করেছেন তিনি। আরেকটি বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে জবাই করেন সাইদুর রহমান। কিছু মাংস গ্রামবাসীর মধ্যে পাঁচশ’ টাকা কেজি দরে বিক্রি করেন। বাকি মাংস বিক্রি করেন শঠিবাড়ী ঢাকা বিরিয়ানি হাউজে। সেই মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।
গরু দুটির মালিক সাইদুর রহমান বলেন, আমার দুটি গরু লাম্পি স্কিন রোগে আক্রান্ত হয়েছিল। একটি গরু বাজারে বিক্রি করেছি। আরেকটি গরু জবাই করে গ্রামবাসী ও ঢাকা বিরিয়ানি হাউজে বিক্রি করেছি।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন গ্রামবাসী জানান, পাঁচশ’ টাকা কেজি দরে মাংস কিনেছি। কম দামে পাওয়ায় অনেকেই মাংস কিনে নিয়েছেন। তবে লাম্পি স্কিন রোগে আক্রান্তের কথা জানা ছিল না।
শঠিবাড়ী বাজারের কয়েকজন হোটেল ব্যবসায়ী জানান, প্রায় ৩০ কেজি মাংস নিয়ে একজন এসেছিলেন। আমরা মাংসগুলো নেইনি। শুনেছি পরে সেই মাংসগুলো ঢাকা বিরিয়ানি নামে একটি হোটেলে বিক্রি করেছেন তিনি।
ঢাকা বিরিয়ানি হাউজের মালিক সাইফুল ইসলাম বলেন, প্রথমে মাংসগুলো হোটেলের একজন কর্মচারী নিয়েছিলেন। পরে জানাজানি হলে মাংসগুলো ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল হক বলেন, লাম্পি স্কিন রোগে আক্রান্ত গরুর মাংস খাওয়া ঠিক নয়। এই রোগে আক্রান্ত গরু জবাই ও মাংস বিক্রির বিষয়টি জানি না। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।