আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় বুধবার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এসব অভিযোগ নিয়ে কথা বলে মাইইজি সার্ভিসেস বিএইচডি।
গত ১২ সেপ্টেম্বর দেশটির বেশ কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদে উঠে এসেছে, মালয়েশিয়ার অভিবাসন বিভাগ দেশটির অভিবাসন সম্পর্কিত তৃতীয় পক্ষের মাধ্যমে পরিচালিত বেসরকারি প্রতিষ্ঠান ‘মাইইজি সার্ভিসেস বিএইচডি’র সব অভিবাসন সেবার কার্যক্রম স্থগিতাদেশ সত্ত্বেও তারা বিদেশি কর্মীর পারমিট নবায়ন সেবার জন্য অবৈধভাবে ফি আদায় করছে।
তবে এই অভিযোগের জবাবে মাইইজি স্পষ্টভাবে জানিয়েছে, মালয়েশিয়ার সরকার নির্ধারিত শর্তাবলী অনুসারে বিদেশি কর্মীদের ভিসা নবায়নের সব পরিষেবা সরবরাহ অব্যাহত রয়েছে।
মাইইজি আরও জানায়, যদি কোনো বিদেশি কর্মীর ভিসা নবায়নের পরিষেবাগুলো সফলভাবে সরবরাহ করা না হয় তাহলে এসব গ্রাহকদের অনুরোধে সংগৃহীত সব ফি অবিলম্বে ফেরত দেয়া হবে।
এদিকে দেশটির অনেক গণমাধ্যমে আরও উল্লেখ করা হয়েছে, অভিবাসন বিভাগের সাথে মাইইজির পরিষেবা চুক্তি চলতি বছরের ফেব্রুয়ারি থেকে স্থগিত করা হলেও মাইইজি এখনও তাদের ওয়েবসাইটের মাধ্যমে দেয়া পরিষেবাগুলোর জন্য ফি গ্রহণ করছে। এর উত্তরে মাইইজি জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে তাদের ছাড় পরিষেবা স্থগিত করা হয়নি।
এছাড়া গত জুলাই মাসে অর্থ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে মাইইজির সাথে মেয়াদ বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে বলে জানায় মাইইজি। তবে, সরকারের সঙ্গে আলোচনা করে মেয়াদ বাড়ানোর শর্ত চূড়ান্ত করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।