জুমবাংলা ডেস্ক : সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্রদের গ্রাফাতি অংকন কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়িতে দেয়াল লিখন ও গ্রাফাতি আকাঁর সময় আইনশৃখলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের ওপর হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে সোমবার বিকালে রাঙামাটিতে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
জেলা প্রশাসন কার্যালয় চত্বরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় বিভিন্ন প্লেকার্ড কার্ড সম্বলিত দাবি-দাওয়া নিয়ে সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন সাধারণ শিক্ষার্থী কিকো দেওয়ান প্রমুখ।
শিক্ষার্থীরা জানান, বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকে সারাদেশের ন্যায় খাগড়াছড়ি শহরের দেয়ালে দেয়ালে লিখন ও গ্রাফিতি আঁকা শুরু করে শিক্ষার্থীরা। সোমবারও দেয়ালে দেয়ালে লিখন ও গ্রাফিতি আকাঁর সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংকনরত শিক্ষার্থীদের ওপর হামলা করে এবং একজন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায়।
কিকো দেওয়ান নামে এক শিক্ষার্থী বলেন, ‘গ্রাফিতি অংকনের বিষয়ে কোনো অভিযোগ থাকলে তারা বলতে পারতেন, তাহলে শিক্ষার্থীরা ছবি আঁকত না। কিন্তু তা না করে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।