বিনোদন ডেস্ক : ভারতের হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে এক ভক্তের মৃত্যু ও এক শিশু আহত হওয়ার ঘটনায় মামলা হওয়ার পরে আদালতের নির্দেশে নিয়মিত থানায় হাজিরা দিতে হচ্ছে আল্লু অর্জুনকে। তদন্তে সহযোগিতার পাশাপাশি প্রতি থানায় হাজিরা দেওয়ার শর্তে সম্প্রতি জামিন পেয়েছেন তিনি। আপাতত সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত থানা-আদালত যেতে হবে তাকে।
এদিকে, আইনি টানাপড়েনের মাঝে এবার আহত শিশুটিকে দেখতে হায়দরাবাদের কেআইএমএস হাসপাতালে ছুটে গেলেন আল্লু অর্জুন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সংক্রান্ত একাধিক ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, আল্লু হাসপাতালে প্রবেশ করছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণী অভিনেতা হাসপাতালে আসার আগে সুরক্ষা বেষ্টনী আরও জোরদার করা হয়।
গত ৫ জানুয়ারি আহত শিশুটিকে দেখতে যাওয়ার কথা ছিল আল্লুর। তবে সেই পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়। আল্লুকে এক ঝলক দেখার জন্য হাসপাতালের বাইরেও ভিড় করেন ভক্তরাও।
প্রসঙ্গত, গত বছরের ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে এক দুর্ঘটনা ঘটে। সেখানে ভিড়ের মধ্যে পদপিষ্ট হয়ে এক নারী নিহত হন। আহত হয় এক শিশু। এ ঘটনার পরেই গ্রেফতার হন অভিনেতা আল্লু অর্জুন। তাকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন সেখানকার নিম্ন আদালত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।