বিনোদন ডেস্ক : নতুন ইতিহাস আর রেকর্ড গড়ে ‘পুষ্পা: দ্য রাইজ’- সিনেমায় অভিনয়ের জন্য ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুন। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে প্রথম তেলেগু অভিনেতা হিসেবে এ পুরস্কার জিতলেন আল্লু।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) নয়াদিল্লিতে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে আল্লুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই উল্লাসে ফেটে পড়েন উপস্থিত সবাই। আর, আল্লুকে দেখা যায় ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার পরিচালক সুকুমারকে জড়িয়ে ধরতে। এ সময় আবেগপ্রবণ হয়ে পড়েন দুজনই। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় আল্লুকে অভিনন্দনে ভাসাচ্ছেন তার ভক্তরা।
প্রসঙ্গত, ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আলিয়া ভাট ও কৃতি স্যানন। সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে ‘আরআরআর’। এ ছাড়া শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্রের পুরস্কার ঘরে তুলেছে ভিকি কৌশল অভিনীত ‘সরদার উধাম’। আর, সেরা বাংলা সিনেমার পুরস্কার ঘরে তুলেছে ‘কালকক্ষ’।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।