বিনোদন ডেস্ক : কপালে আবারও চিন্তার ভাঁজ দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনের। জামিন পেয়েও স্বস্তিতে নেই অভিনেতা। আবারও কারাবাসে যেতে হতে পারে তাকে।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এমন দুঃসংবাদ পান আল্লু। তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পুলিশ আবেদন করায় আল্লুর আবারও হাজতবাসের প্রক্রিয়া শুরু হয়েছে বলে আশঙ্কা করছেন তার ভক্তরা।
জানা যায়, হাই কোর্ট থেকে জামিন পেলেও সে জামিন মানতে নারাজ ভারতের পুলিশ প্রশাসন। তাই নায়কের জামিন বিষয়ে নতুন রায় পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন তারা।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্টে পুলিশ জানায়, প্রিমিয়ারের দিন আল্লু অর্জুনকে প্রেক্ষাগৃহে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছিল। সে অনুরোধ উপেক্ষা করে আল্লু সেখানে এসে উপস্থিত হন। তাই অঘটনের দায় কোনোভাবেই এড়াতে পারেন না অভিনেতা।
পুলিশের এমন অভিযোগের ভিত্তিতে সুপ্রীম কোর্ট আল্লু অর্জুনের বিষয়ে নতুন রায় জানালে যেকোনো সময়ই কারাবাসে যেতে হতে পারে আল্লুর। এতে অভিনেতার স্বাভাবিক জীবনও অনিশ্চিত হয়ে পড়বে।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা টু: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদদলিত হয়ে এক নারী ভক্তের মৃত্যু হয়। এ ঘটনায় ওই নারীর পরিবার থানায় মামলা করে। সেই মামলার তদন্তে নেমেই শুক্রবার (১৩ ডিসেম্বর) পুলিশ গ্রেফতার করে অভিনেতাকে।
ওই দিনই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ায় আদালত অভিনেতার ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের রায় দেন।
তবে এ রায়ের বিরোধিতা করেন আল্লু অর্জুনের আইনজীবী। অভিনেতার বিরুদ্ধে আনা এফআইআর খারিজের আবেদন করেন তিনি।
এ আবেদনের পরিপ্রেক্ষিতে তেলেঙ্গানা হাইকোর্টের বিচারপতি জি শ্রীদেবীর বেঞ্চে ৫০ হাজার টাকার মুচলেকা দিয়ে অন্তর্বর্তী জামিন পান আল্লু অর্জুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।