বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুন ভক্তের আবদার নাকচ করে দিলেন। আর তাতেই তার দিকে নানারকম নেতিবাচক মন্তব্য ধেয়ে এলো একের পর এক। ‘পুষ্পা ২’ তার জনপ্রিয়তাকে দ্বিগুণ করেছে। শুধু দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিই নয়, দেশের সর্বত্র তার অভিনয়ের জয়জয়কার। এরপরও অভিনেতার ওপর কেন রেগে গেলেন তার ভক্ত-অনুরাগীরা? কী এমন আবদার নাকচ করলেন আল্লু অর্জুন।
সামাজিক মাধ্যমের কারণে তারকাদের ব্যক্তিগত জীবন বলে কিছু থাকে না। তারা কোথায় যাচ্ছেন, কী খাচ্ছেন এবং কার সঙ্গে ঘুরছেন— সবই যেন সিনেমাপ্রেমীদের নখদর্পণে। সেটিই যেন কোনো কোনো অভিনেতার ক্ষেত্রে বিড়ম্বনা হয়ে দাঁড়িয়েছে। আর যেমনটি ঘটেছে আল্লু অর্জুনের ক্ষেত্রে।
সম্প্রতি ‘ওয়ার্ল্ড অডিও ভিস্যুয়াল ও এন্টারটেনমেন্ট সামিট’-এ অংশগ্রহণের জন্য মুম্বাই গিয়েছিলেন অভিনেতা। ফেরার পথে মানবন্দরেই তৈরি হয় এক অস্বস্তিকর পরিবেশ-পরিস্থিতি। মুম্বাইয়ে অনুষ্ঠান শেষে ফিরছিলেন তিনি। বিমানবন্দরের বাইরে সারাক্ষণ ফটোসাংবাদিকদের ভিড় দেখা যায়। এদিনও তার ব্যতিক্রম হয়নি। সেই সময় আল্লু অর্জুন খানিকটা ব্যস্ততার মধ্যেই ছিলেন। অন্যদিকে তাকে হাতের নাগালে পেয়ে সেলফি তোলার লোভ সামলাতে পারলেন না তারই এক ভক্ত। ছুটে এলেন স্বপ্নের নায়কের কাছে। কিন্তু আল্লু অর্জুন হাসিমুখেই ভক্তের আবদার নাকচ করে এগিয়ে যান বিমানবন্দরের দরজার দিকে।
আর সামাজিক মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়তেই অভিনেতার দিকে ধেয়ে আসে একের পর এক তিরস্কারমূলক মন্তব্য। এক নেটিজেন লিখেছেন—খুবই অদ্ভুত মানুষ। আরেক নেটিজেন লিখেছেন—‘খারাপ মানুষ’ হিসাবে ভাগিয়ে দিয়েছেন। যদিও এই বিতর্কে কোনো মন্তব্য করেননি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।
নীল ছবির তারকা হতে ছেড়েছেন ব্যাংকের চাকরি, ডিভোর্স দিয়েছেন স্বামীকে
উল্লেখ্য, গত মাসেই ৪৩ বছরের জন্মদিন উদযাপন করেছেন আল্লু অর্জুন। সেদিন নতুন সিনেমার ঘোষণাও দেন তিনি। ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলির সঙ্গে আগামী সিনেমায় জুটি বাঁধছেন অভিনেতা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।