বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমার সুপারস্টার আল্লু অর্জুন। প্রথম কোনো তেলেগু তারকা হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার খেতাব জিতেছেন তিনি। ‘পুষ্পা’ সিনেমার জন্যই সেরার মুকুট মাথায় উঠেছে তার।
এই সিনেমায় ব্যাপক সাফল্যের পর থেকেই দ্বিগুন হয়েছে অভিনেতার পারিশ্রমিক। এর আগে একটি ছবি করতে আল্লু অর্জুন পারিশ্রমিক বাবদ নিতেন ৩৫ থেকে ৪০ কোটি টাকা। বর্তমানে তার সেই পারিশ্রমিক বেড়ে দাঁড়িয়েছে ৮৫ কোটি টাকা।
ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, আল্লু অর্জুনের মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা। ১২টি পণ্যর ব্র্যান্ড অ্যাম্বাসাডর তিনি। পারিবারিক সুত্রেও বেশ ধনী এই অভিনেতা। তার বাবার সম্পত্তির পরিমাণ প্রায় ১৫০ কোটি টাকা।
বছরে এই অভিনেতার গড় আয়ের পরিমাণ প্রায় ৯০ কোটি টাকা। বিজ্ঞাপন থেকে পেয়ে থাকেন ১০ কোটিরও বেশি। এছাড়া আল্লুর রয়েছে বিলাসবহুল এক বাড়ি। ৮০০০ বর্গফুট জায়গা নিয়ে তৈরি এই বাড়ির দাম নাকি ১০০ কোটিরও বেশি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।