বিনোদন ডেস্ক : বলিউড ভাইজান সালমান খানের সঙ্গে জনপ্রিয় নির্মাতা অ্যাটলির জুটি বাঁধার গুঞ্জনে ভীষণ আশাবাদী হয়েছিলেন ভক্ত-অনুরাগীরা। মনে করেছিলেন, ‘জওয়ান’ সিনেমার মতোই আরও একটি ব্লকবাস্টার সিনেমা পেতে যাচ্ছেন।
কিং খান শাহরুখের পর সালমানকে কীভাবে অ্যাটলি সিনেমার পর্দায় হাজির করবেন- সেটা নিয়ে বেশ জল্পনা-কল্পনা চলছিল। এসব গুঞ্জন শুনে অনুরাগীরাও উচ্ছ্বসিত হয়েছিলেন! তবে সেসব পরিকল্পনা এখন মাটি হতে যাচ্ছে।
অ্যাটলির মেগা বাজেটের সিনেমা থেকে বাদ যাচ্ছেন সালমান খান। তার পরিবর্তে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের উপর ভরসা রেখেছেন নির্মাতা।
জানা গেছে, ‘পুষ্পা ২’ তারকা মৌখিকভাবে সবুজ সংকেত দিলেও লিখিতভাবে এখনো কোনো চুক্তি হয়নি। শুটিং শিডিউল নিয়ে এরই মধ্যে আলোচনা হয়েছে নির্মাতা-অভিনেতার। আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই প্রি প্রোডাকশনের কাজ পুরোদমে শুরু হবে। কিন্তু হঠাৎ কেনো সালমান খানকে বাদ দিতে হচ্ছে-সেটা সবাই জানাতে চাচ্ছেন।
জানা গেছে, পুনর্জন্মের প্রেক্ষাপট নিয়ে অ্যাটলি নির্মিতব্য এ সিনেমার প্রযোজনা করবে আলোচিত তামিল প্রযোজনা সংস্থা ‘সান পিকচার্স’। যারা এই পিরিয়ড ড্রামার জন্য ৬০০ কোটি রুপির বাজেট নির্ধারণ করেছেন। আর সেই প্রযোজনা সংস্থার পক্ষ থেকেই আপত্তি উঠেছে বলে জানা যাচ্ছে।
প্রযোজক নাকি সালমানের উপর মেগা বাজেট সিনেমার ভার দিতে চাইছেন না। সম্ভবত ভাইজানের বিগত কয়েক বছরের বক্স অফিসের গ্রাফ দেখেই এমন তাদের এমন সিদ্ধান্ত! আর সেই জন্যই ‘পুষ্পা’খ্যাত আল্লুকে বেছে নিয়েছেন তিনি। যে আল্লু অর্জুন ‘পুষ্পা’র ফ্র্যাঞ্চাইজির কল্যাণে একাই দক্ষিণী চলচ্চিত্র শিল্পকে ৩০০০ কোটি রুপির ব্যবসা এনে দিয়েছিল।
২০২৪ সালের শেষের দিকে শোনা যাচ্ছিল, অ্যাটলির সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন সালমান খান। বিগ বাজেটের সিনেমার তারকা নির্বাচনে যে দক্ষিণী পরিচালক বড় চমক দেবেন, সেই ইঙ্গিতও মিলেছিল তখন। ভারতীয় বিনোদন দুনিয়ার দুই মেগাস্টার রজনীকান্ত এবং কমল হাসানের নামও শোনা গেছে। তবে সালমান না থাকলেও দক্ষিণের দুই মহাতারকাকে দেখা যাবে সিনেমায়।
‘জওয়ান’ সিনেমা বক্স অফিসে ঝড় তুলতেই গত দুবছর ধরে অ্যাটলি এ নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন। কারণ মেগা বাজেটের সিনেমা বলে কথা। তার উপর দক্ষিণের দুই মহাতারকা। এ সিনেমা যে উন্মাদনার ছড়াবে, তা ধারণা করাই যায়। বলিউড সূত্রে খবর, অ্যাকশনে ভরপুর এ সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে।
গত বছর ধরে দিনরাত পুনর্জন্মের প্রেক্ষাপটে এই মেগা বাজেটের সিনেমার কাজ করছেন অ্যাটলি কুমার। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে। জানা গেছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনোদিন সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে সিনেমায় থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। অ্যাটলির ফ্রেমে যোদ্ধা রূপে চমক দেখাবেন আল্লু অ অর্জুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।