বিনোদন ডেস্ক: দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুনের (Allu Arjun) নামের সঙ্গে ইদানিং সকলেই কমবেশি পরিচিত। অভিনেতার পরিবার সুপারস্টার পরিবার। বংশানুক্রমে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তারা। এই তেলেগু অভিনেতাকে আজ গোটা বিনোদন দুনিয়াই ‘পুষ্পারাজ’ নামে চেনে। তবে আজকের এই প্রতিবেদন দক্ষিণের সুপারস্টার অভিনেতাকে নিয়ে নয়। বরং তার ভাই, দক্ষিণের আরেক সুপারস্টার অল্লু শিরিষকে (Allu Sirish) নিয়ে।
অল্লু অর্জুনকে সকলে এক নামে চিনলেও তার ভাইকে চেনেন কয়জন? তবে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু তাকে বেশ ভালোমতোই চেনে। জনপ্রিয়তার নিরিখে দাদাকে ছাপিয়ে যেতে না পারলেও অল্লু শিরিষও কিন্তু দক্ষিণের নামী তারকা হয়ে উঠেছেন। ইন্ডাস্ট্রিতে তার আত্মপ্রকাশ হয়েছিল ২০১৩ সালে। ‘গৌরাভম’ ছবির হাত ধরে তার পথ চলা শুরু হয়। এই ছবিতে তার বিপরীতে দেখা গিয়েছিল ইয়ামি গৌতমকে।
তবে ইন্ডাস্ট্রিতে কিন্তু শিশুশিল্পী হিসেবেই পা রেখেছিলেন তিনি। রাধামোহনের পরিচালনায় ও প্রকাশ রাজের প্রযোজনায় নায়ক হিসেবে সিনেমার পর্দায় হাতে খড়ি হয়েছে অল্লু অর্জুনের ভাইয়ের। তারপর থেকে একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। এরপর ‘প্যারালাল লাইফ’ সংক্রান্ত বিষয় নিয়ে একটি ছবিতে কাজ করেও ব্যাপক প্রশংসা পেয়েছিলেন তিনি। দক্ষিণের এই অভিনেতা তামিল, তেলেগু, মালায়ালাম এবং হিন্দি ছবিতেও অভিনয় করে ফেলেছেন।
অল্লু অর্জুনের জন্মদিনে ভাইয়ের সঙ্গে ছোটবেলার কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিয়েছেন অল্লু শিরিষ। দুই ভাইকে একই ফ্রেমে দেখে আপ্লুত তাদের ভক্তরা। দুজনেই বর্তমানে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার। সোশ্যাল মিডিয়াতে অল্লু অর্জুনের মত অল্লু শিরিষেরও ফ্যান ফলোয়ার্স এবং জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়ছে।
শুটিংয়ের বাইরে অল্লু অর্জুন আপাদমস্তক ফ্যামিলি ম্যান। তার ক্যারিয়ারের জন্য তার পরিবারের অবদান কতখানি তা তিনি কখনও অস্বীকার করেন না। জন্মদিনে আবেগপ্রবণ হয়ে তিনি তার পরিবার, প্রিয়জন, বন্ধু, সহকর্মী, এবং অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তার ক্যারিয়ারকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাওয়ার জার্নিতে পাশে থাকার জন্য।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।