পুষ্পা নিয়ে বড় খবর দিলেন আল্লু অর্জুন

আল্লু অর্জুন পুষ্পা ২

বিনোদন ডেস্ক : ‘পুষ্পা’র প্রথম পর্ব তুমুল হিট। দ্বিতীয় পর্বের অপেক্ষায় দর্শকেরা। আগামী ১৫ আগস্ট মুক্তি পাবে দ্বিতীয় পর্ব ‘পুষ্পা: দ্য রুল’। এর মাঝেই দর্শকদের খুশির খবর দিলেন আল্লু অর্জুন। জানালেন, তৈরি হবে ‘পুষ্পা ৩’। সম্প্রতি বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে পুষ্পার বিশেষ স্ক্রিনিংয়ে অংশ নিয়ে ভ্যারাইটিকে অভিনেতা জানিয়েছেন, পুষ্পা নিয়ে বিশেষ ফ্র্যাঞ্চাইজির কথা ভাবছেন তাঁরা। এ চরিত্রকে কেন্দ্র করে আরও একাধিক সিনেমা তৈরি হবে।

আল্লু অর্জুন পুষ্পা ২

আল্লু অর্জুন বলেন, ‘পুষ্পার প্রথম পর্বে আমরা প্রধানত আঞ্চলিক পর্যায়ে ছিলাম। এবার মঞ্চটা জাতীয় ও আন্তর্জাতিক। পুষ্পার নতুন রূপ দেখবেন দর্শকেরা। চরিত্রগুলো হবে হাই নোটের। সঙ্গে আরও বড় ক্যানভাসজুড়ে হবে সিনেমাটি।’ তৃতীয় পর্বের কথা জানিয়ে অভিনেতা বলেন, ‘তৃতীয় পর্বের প্রত্যাশা আপনারা করতেই পারেন। পুষ্পাকে ফ্র্যাঞ্চাইজি হিসেবে গড়ে তুলতে চাইছি আমরা। অনেক আইডিয়াও রয়েছে সে জন্য।’

২০২১ সালে মুক্তির পর বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল পুষ্পা। জাতীয় পুরস্কার জিতে নিয়েছিলেন আল্লু। সিনেমা হলের গণ্ডি ছাড়িয়ে ওটিটি রিলিজের পর আরও বড় স্কেলে পুষ্পাকে সামনে আনার পরিকল্পনা করেন নির্মাতারা। পুষ্পার সাফল্য নিয়ে আল্লু বলেন, ‘সিনেমা হলে হয়তো এক-দুবার সিনেমাটি দেখেছেন অনেকে। কিন্তু ওটিটি রিলিজের পর দর্শক একাধিকবার সিনেমাটি দেখেছেন, মতামত দিয়েছেন। ওটিটি প্ল্যাটফর্মের সুবাদে বিভিন্ন ভাষার দর্শক পুষ্পা দেখতে পেরেছেন। আন্তর্জাতিক অঙ্গনের দর্শকের কাছে কাজটি পৌঁছে গেছে। সারা বিশ্বের মানুষ যেভাবে ভালোবাসা দিয়েছেন, তাতে আমরা মুগ্ধ।’

প্রথমবারের মতো পর্দায় নতুন জুটি প্রীতম-ফারিণ

তেলুগু ভাষায় সিনেমাটি তৈরি হলেও পরবর্তী সময়ে বিভিন্ন ভাষায় ডাবিং হয়েছিল। বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও কুড়িয়েছিল পুষ্পা। সাফল্যের রেশ যে এখনো চলছে, তার প্রমাণ বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালের মতো জনপ্রিয় চলচ্চিত্র উৎসবে সিনেমার স্পেশাল স্ক্রিনিং। প্রথমবারের মতো আল্লু অর্জুন এই উৎসবে অংশ নিতে পেরেছেন সিনেমাটির কল্যাণেই। ‘ভারতীয় সিনেমা বিদেশের দর্শক কীভাবে গ্রহণ করেন, সেটা নিজের চোখে দেখতেই এসেছি’ বলে জানিয়েছেন আল্লু অর্জুন। পুষ্পা ২ আসছে আগামী ১৫ আগস্ট। আল্লু তাঁর আগের পারফরম্যান্সকে এবার কতটা ছাপিয়ে যেতে পারবেন, সেদিকেই নজর সবার।