লাইফস্টাইল ডেস্ক : লেবু গাছের মধ্যে দিয়ে অ্যালোভেরা গাছ গজিয়ে উঠতে দেখেছেন? শুনতে কেমন মনে হলেও বাস্তবে এমনটা কিন্তু সম্ভব। আসলে গাছের বংশ বিস্তার (Propagate) পদ্ধতি অনেকদিন ধরেই চলে আসছে। এক গাছের কান্ড কেটে আরেকটি গাছের সাহায্যে তা বংশ বিস্তার করা হয়। কিন্তু জানেন কি এই পদ্ধতি কিভাবে খুব সহজেই আপনি বাড়িতে করতে পারবেন? আজ আপনাদের জানাবো কিভাবে লেবু গাছ ও অ্যালোভেরার মাধ্যমে কিভাবে বংশ বিস্তার করবেন।
১) প্রথমে একটি লেবু গাছের কান্ড ছোট পিস পিস করে কেটে নিন। আর অ্যালোভেরার পাতা কেটে নিন ছোট পিস করে নিন।
২) তারপরে লেবু গাছের কান্ডটা অ্যালোভেরার কেটে রাখা পিস গুলোর মধ্যে চাপ দিয়ে ভালো করে ভিতরে ঢুকিয়ে দিন। আর এইভাবে ৫ মিনিট রাখুন ও তার পরে কান্ডটি অ্যালোভেরার পাতা থেকে বের করে নিন।
৩) এবার একটি টব নিয়ে তার নিচে দুটি ছিদ্র করে রাখবেন। ছিদ্র দুটি ছোট মার্বেল পাথর দিয়ে বন্ধ করে দেবেন।
৪) এবার টব ভর্তি করে বালি ভরে দেবেন।
৫) ২ ইঞ্চি মতো গর্ত করে সেই অ্যালোভেরা মাখানো লেবু গাছের কান্ড পুঁতে দেবেন বালির মধ্যে।
৬) খুব ভালো করে বেশি করে জল দিয়ে দেবেন। তবে হ্যাঁ সূর্যের আলোর থেকে ছায়া জায়গায় রাখবেন এই সময়।
মেট্রোয় হঠাৎ প্রাক্তন স্ত্রীর সঙ্গে দেখা, ঝগড়া ভুলে যা ঘটলো দু’জনের মধ্যে
৭) ৫০ দিন পরে দেখবেন কি সুন্দর নতুন চারা গাছ বেরিয়েছে। এবার সেই গাছ আপনি চাইলে মাটিতে কিংবা আরও বড়ো টবে পুঁতে দিতে পারেন।
তাহলে দেখলেন তো কিভাবে লেবু ও অ্যালোভেরার দুর্দান্ত বংশ বিস্তার ঘটে গেল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।