শাহরুখের স্নেহের চুমুতে ভাসলেন অলন্যা

শাহরুখ

বিনোদন ডেস্ক : গত কয়েকদিন ধরেই বলিউড মেতেছে চাঙ্কি পাণ্ডের ভাইয়ের মেয়ে অলন্যা পাণ্ডের বিয়ে নিয়ে। আইভর ম্যাক্রের সঙ্গে মডেল অলন্যার বিয়ের রিসেপশন পার্টি ছিল তারকা খচিত। সেই তারকার শীর্ষে ছিল শাহরুখ খানের নাম। পার্টিতে সহ-ধর্মিনী গৌরী খানকে সঙ্গে নিয়েই উপস্থিত থেকেছেন পাঠান হিরো শাহরুখ খান।

শাহরুখ

বর থেকে শুরু করে বিয়ের রিসেপশন পার্টিতে উপস্থিত সবাইকে প্রায় দেখা গেছে ডান্সফ্লোরে। সেই পার্টির বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেট দুনিয়ায় হইচই শুরু হয়। খবর হিন্দুস্থান টাইমস।

ভিডিওতে দেখা যায়, ডান্সফ্লোরে সবাইকে উৎসাহ দিচ্ছেন শাহরুখ খান। এছাড়া আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে নববধূ অলন্যাকে জড়িয়ে ধরে বিয়ের শুভেচ্ছা জানাচ্ছেন শাহরুখ খান। পাশাপাশি অলন্যার মাথায় স্নেহচুম্বনও দিচ্ছেন। শুধু অলন্যাই নয়, জড়িয়ে অভিবাদন জানাচ্ছেন অলন্যার স্বামী আইভর ম্যাক্রেকেও।

প্রতিদিন নির্মাতাকে মেসেজ করতাম : জাহ্নবী কাপুর

তবে এখানেই থেমে থাকেননি পাওয়ার কাপল। একসঙ্গে ডান্সফ্লোর মাতাতেও দেখা গেছে তাদের। আলানার মা ডিনে পাণ্ডের সঙ্গে এপি ধিলোঁর ‘দিল নু’ গানের তালে নেচেছেন দু’জনে। বিয়ের অনুষ্ঠানে শাহরুখ খান পরেছিলেন কালো ব্লেজার।