জুমবাংলা ডেস্ক : এত মানবিক ছবি দেখে মুগ্ধ নেটপাড়া। ঘুম থেকে উঠছে না বাচ্চাটি, ফলে মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছে। শেষমেশ অন্যের সাহায্যও নেয় সে। তাঁরা এসে বাচ্চাটিকে ডেকে দিলে মা নিশ্চিন্ত হয়।
এ এক মা-হাতির গল্প। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে খুবই মর্মস্পর্শী এই দৃশ্য দেখা গিয়েছে। তার বাচ্চাটি কিছুতেই ঘুম থেকে উঠছে না। মা-হাতিটি তাকে বারবার শুঁড় দিয়ে ঠেলছে, কিন্তু মায়ের শুঁড়ের ঠেলা খেয়েও ওঠেনি সে। তখন তাকে খুবই হতাশ ও অসহায় লাগে। তবে সে হাল ছাড়ে না। এটা ঘটছে একটি চিড়িয়াখানায়। হাতিটি তখন সেই চিড়িয়াখানার কর্মীদের ডেকে আনে বাচ্চাটির কী হল, তা জানার জন্য।
ভিডিওটিতে দেখা যায়, চিড়িয়াখানার কর্মীরা মা-হাতির ডাকে তখনই চলে আসে এবং বাচ্চাটিকে জোরে জোরে ঠেলে ঘুম থেকে তুলে দেয়। ঘুম ভাঙতেই খানিক হকচকিয়ে তার পরেই মায়ের দিকে দৌড়তে থাকে সে। মা-হাতিও হাঁফ ছেড়ে বাঁচে। চলে যান বনকর্মীরা।
Mother elephant can’t wake baby sound asleep and asks the keepers for help.. pic.twitter.com/WTu07sDWLb
— Buitengebieden (@buitengebieden) July 7, 2022
ভিডিওটি দেখে অনেকেই মুগ্ধ হয়েছেন। অনেকেই মা-হাতির উদ্বেগের শরিকও হয়েছেন। কমেন্টে লিখেছেন, বাচ্চার এরকম হলে যে কোনও মায়েরই মন এমন উচাটন হয়। তবে অবলা জীব হয়েও হাতিটির এভাবে নিজের মনের ভাব ব্যক্ত করা দেখে আপ্লুত নেটপাড়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।