বিনোদন ডেস্ক : দায়িত্ব পালন করা শিখেছেন বাবার কাছ থেকে, তাই জীবনের অন্যতম কঠিন পরিস্থিতিতেও সকলের কথা ভেবে কাজ বন্ধ হতে দিলেন না অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য। কিছুদিন আগেই ব্রেনস্ট্রোক হওয়ার কারণে চরম অসুস্থ হয়ে পড়েন প্রিয়াঙ্কা। চিকিৎসকের তরফ থেকে সম্পূর্ণ বেডরেস্টের এর পরামর্শ থাকলেও কাজ শেষ করে তবেই বিশ্রাম করার সিদ্ধান্ত নিয়েছেন প্রিয়াঙ্কা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক অপরাজিতা অপুর শুটিং শেষ হলো আজ, কয়েক মাস আগে এই ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে শুরু করেছিলেন প্রিয়াঙ্কা। তবে কাজের অত্যন্ত চাপের কারণে ব্রেনস্ট্রোক হয় অভিনেত্রীর। বেশি জোরে কথা বলা বা উত্তেজিত হওয়া একেবারেই বারণ, এমনকি বেশ কয়েক দিন কাজে যোগ না দিয়ে বেডরেস্টের আদেশ দেন তাঁর চিকিৎসা। কিন্তু তাঁর জন্য কাজ আটকে থাকবে কখনোই তা চান না প্রিয়াঙ্কা, তাই নার্ভের ওষুধ খেয়ে শুটিং শুরু করেন তিনি।
শুটিং এর মাঝে উত্তেজনার কারণে চোখে রক্ত জমাট বাঁধতে শুরু করে, কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবারো নিজের চরিত্রে ফিরে আসেন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার কথায়, ‘বাবার কাছ থেকেই দায়িত্ব পালন করার এই অভ্যাস আমার তৈরি হয়েছে, কোন কাজ আমার জন্য বন্ধ থাকুক তা আমি কখনোই চাইনা, কাজ যখন শুরু করেছি সেটা নিজের সাধ্যমত শেষ করব। তাই শেষের এই কটা দিন শুটিং করলাম, এবার কয়েকদিন বিশ্রাম নেব।’ এই কারণেই বেশ কিছুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন প্রিয়াঙ্কা, যদিও এই অসুস্থতার কথা তিনি আগে কোথাও লেখেননি বা বলেননি। নিজের অসুস্থতা সবরকম চাপ সামলে কাজ চালিয়ে গেছেন প্রিয়াঙ্কা।
তবে কিছুদিন বিশ্রাম নিয়ে আবারও সুখবর দিতে চলেছেন প্রিয়াঙ্কা, কারণ বড় পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী। কিছুদিন আগেই এফআইআর ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। কয়েক মাস ছোট পর্দায় কাজ করলেও আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। তবে এবার কিছুটা সুস্থ হয়েই আবার কাজ শুরু করবেন। নিজের দায়িত্ব পালনে কখনোই পিছপা হন না সদাহাস্যময়ী মিষ্টি অভিনেত্রী প্রিয়াঙ্কা ভট্টাচার্য, তাই ইন্ডাস্ট্রিতে এবং দর্শকদের কাছে খুব প্রিয় একজন মানুষ তিনি। সম্পূর্ণ সুস্থ হয়ে আবারো পুরোনো ছন্দে ফিরুক প্রিয়াঙ্কা ভট্টাচার্যর জীবন, টিম খাসখবরের পক্ষ থেকে রইল সেই শুভকামনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।