‘আলতা ফড়িং’-এর খেয়ালির দুর্দান্ত ড্যান্স দেখে মুগ্ধ সুপারস্টার জিৎ

ড্যান্স

বিনোদন ডেস্ক : এই মুহূর্তে বাংলা জনপ্রিয় রিয়েলিটি শো গুলির মধ্যে রাজ করছে ই স্মার্ট জোড়ি। রিয়েলিটি শো এর জগতে একেবারে ভিন্ন স্বাদের এই গেম শো ইতিমধ্যে মন জয় করে নিয়েছে দর্শকদের। পর্দায় থাকা তারকাদের ব্যক্তিগত জীবনের নানান জানা অজানা গল্প উঠে আসে খেলা আড্ডার মাঝে‌।

ড্যান্স

সম্প্রতি এবার তারকা কাপলদের সাথেই খেলতে এসেছেন রিল লাইফ কাপলরা। ইস্মার্ট জোড়ির মঞ্চে উপস্থিত হয়েছেন ফড়িং ও তার ব্যাংক বাবু। আর মঞ্চে উপস্থিত হতেই নবাগতা টলিউড অভিনেত্রী খেয়ালী মন্ডল ওরফে ফড়িং নজর কাড়লেন সকলের। অভিনয়ের পাশাপাশি তিনি নাচে যে কতটা দক্ষ সেই প্রমাণ মিললো এপিসোডের ভাইরাল হওয়া খানিক অংশ থেকে।

এমনিতেই এই শোতে এক ঝাঁক তারকাদের উপস্থিতিতে বাঙালির উইকেন্ড জমজমাট হয়ে ওঠে। তারমাঝেই এক ধামাকাদার পারফরম্যান্সে দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন ফড়িং। আলতা ফড়িং এর কাহিনী অনুযায়ী ফড়িং একজন জিমন‍্যাস্ট চ‍্যাম্পিয়ন। কিন্তু কেবল যে গল্পে নয়, বাস্তবেও তিনি একজন যথেষ্ট ভালো জিমন‍্যাস্ট সহ তুখোড় নৃত্যপটিয়সী সেই প্রমান মিললো ইস্মার্ট জোড়ির মঞ্চে।

ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে এটি হিন্দি গানের তালে অসাধারণ নাচ করছেন অভিনেত্রী। গানের তালে তার বডি ব্রেক এক্সপ্রেশন দেখলে নজর ফেরানো দায় হবে। তার নাচ দেখলেই বোঝা যাবে সিরিয়ালের চরিত্রের মতোই বাস্তবেও দারুন জিমন‍্যাস্টিক করতে পারেন খেয়ালি।

ফুলশয্যার খাটে ভরপুর রোমান্সে মাতলেন নিরাহুয়া, তুমুল ভাইরাল ভিডিও

ইস্মার্ট জোড়ির মঞ্চে তার এই নাচের ভিডিও সামনে আসতেই অভিনেত্রীর দুর্দান্ত নাচ মন জয় করে নিয়েছে সকলের। দর্শকরা তো মুগ্ধ হয়েছেন সঙ্গে সেদিন মঞ্চে উপস্থিত থাকা প্রতিযোগী থেকে শুরু করে খোঁদ সঞ্চালক জিৎ-ও তার প্রতিভা দেখে মুগ্ধ হয়ে গেছেন। আপনিও দেখে নিন তার নাচের এই দুর্ধর্ষ ভিডিও।