বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : নতুন অ্যাপ নিয়ে আসছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট মেটা। অ্যাপটিকে বলা হচ্ছে টুইটারের বিকল্প। জানা গিয়েছিল, টুইটারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে একটি টেক্সটভিত্তিক সোশ্যাল নেটওয়ার্কের পরিকল্পনা করছে মেটা। ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের এই প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হতে পারে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, মেটার বানানো টুইটারের প্রতিদ্বন্দ্বী এই অ্যাপের নাম ‘থ্রেডস’। এরইমধ্যে অ্যাপলের অ্যাপ স্টোরে অ্যাপটির প্রিঅর্ডার শুরু হয়েছে। এটি ইনস্টাগ্রামের সঙ্গে সরাসরি যুক্ত থাকবে। মেটা জানিয়েছে, স্থানীয় সময় আগামী বৃহস্পতিবার থেকে অ্যাপটি চালু হবে।
অ্যাপের স্ক্রিনশট দেখে এটিকে টুইটারের মতোই মনে হচ্ছে। মেটা বলছে, এটি একটি টেক্সট ভিত্তিক কথোপকথনের অ্যাপ।
অ্যাপ স্টোরে থ্রেডের বর্ণনায় লেখা – ‘থ্রেডস এমন এক জায়গা, যেখানে বিভিন্ন কমিউনিটি এসে দৈনন্দিন বিষয় থেকে শুরু করে ভবিষ্যৎ ট্রেন্ড নিয়ে আলোচনায় করবেন।’
এদিকে, ফেসবুক থেকে সরাসরি বিভিন্ন অ্যাপ নামানোর সুবিধা আনছে মেটা। ফলে ব্যবহারকারীরা প্লে-স্টোরে না গিয়েই ফেসবুকে অ্যাপের বিজ্ঞাপনে ক্লিক করেই সরাসরি অ্যান্ড্রয়েড অ্যাপ ডাউনলোড করাতে পারবেন। বলা হচ্ছে, এতে করে এবার গুগলের প্লে-স্টোরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে মেটা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অ্যাপ নির্মাতারা নতুন এই সুবিধা ব্যবহার করতে চাইলে ফেসবুকে তাঁদের নিজেদের তৈরি অ্যাপের বিজ্ঞাপন দিতে হবে। সেই অ্যাপের বিজ্ঞাপনে ক্লিক করলেই ফেসবুক ব্যবহারকারীদের ডিভাইসে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল হয়ে যাবে। আগে কোনো অ্যান্ড্রয়েড অ্যাপের বিজ্ঞাপনে ক্লিক করলে ব্যবহারকারীকে প্লে-স্টোরে নিয়ে যেত ফেসবুক।
ইমেইলের মাধ্যমে এক বিবৃতিতে মেটার মুখপাত্র টম চ্যানিক বলেছেন, অ্যাপ বিতরণের ক্ষেত্রে আমরা সব সময় অ্যাপ নির্মাতাদের সহযোগিতা করতে আগ্রহী। নতুন এ সুবিধা প্রতিযোগিতা বাড়াবে। ব্যবহারকারীদের কাছে অ্যাপ সহজে পৌঁছে দেওয়ার জন্য অ্যাপ নির্মাতাদের একাধিক সুযোগ থাকা দরকার।
শুরুতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশের বসবাসকারীরা এ সুবিধা পাবেন। ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতে নতুন এই সুবিধা চালু করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।