জুমবাংলা ডেস্ক : ভোজ্যতেলের দাম কমলেও বেড়েছে আলু ও ডালের দাম। ডিম, মুরগি, পেঁয়াজ, আদা ও রসুনের দাম স্থিতিশীল থাকলেও চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। এ ছাড়া চাল, আটা, চিনি ও মাছ-মাংসের দাম অপরিবর্তিত রয়েছে। শুক্রবার রাজধানীর কাওরান বাজার, ফকিরাপুল বাজার, কাপ্তান বাজার, যাত্রাবাড়ী বাজার, মুগদা বড় বাজার ও খিলগাঁও কাঁচাবাজার থেকে নিত্যপণ্যের দরদামের এসব তথ্য পাওয়া গেছে। এদিকে, দাম কমে প্রতিলিটার খোলা সয়াবিন ১৪৫-১৫৫, সয়াবিন তেল পাঁচ লিটারের বোতল ৮০০-৮৫০, সয়াবিন বোতল এক লিটার ১৬৫-১৬৮, পামওয়েল খোলা ১২০-১২৫ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এ ছাড়া দাম বেড়ে প্রতি কেজি আলু ৫০-৫০ ও প্রতি কেজি মসুর ডাল জাত ও মানভেদে ১১০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
প্রতি কেজি সোনালি মুরগি ৩২০-৩৩০, ব্রয়লার মুরগি ১৮০-১৯০, প্রতিহালি ডিম ৫০-৫৫, পেঁয়াজ প্রতি কেজি দেশী ৯০-১০০ এবং আমদানিকৃত পেঁয়াজ ৭০-৭৫ টাকা, আদা প্রতি কেজি দেশী ৪২০-৪৫০ এবং আমদানিকৃতটি ২২০-২৩০, রসুন দেশী ২০০-২২০, রসুন আমদানিকৃতটি ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে খুচরা বাজারে। এ ছাড়া প্রতি কেজি মোটা চাল স্বর্ণা ও চায়না ইরি ৫০-৫২, সরু নাজিরশাইল ও মিনিকেট ৬০-৭২ এবং মাঝারি মানের পাইজাম ও লতা ৫০-৫৫ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি খোলা আটা ৪৫-৫০ এবং প্যাকেট আটা ৫০-৫৫ টাকা এবং প্রতি কেজি চিনি খোলা ১৩০-১৩৫ এবং প্যাকেট ১৪০-১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুদিপণ্যের ব্যবসায়ীরা বলছেন, নতুন করে আলু ও ডালের দাম বাড়লেও কমেছে ভোজ্যতেলের। কাওরান বাজারের জামশেদ স্টোরের কর্মকর্তা খালেদ জানান, চাল, ডাল, আটা ও চিনিসহ বেশির ভাগ মুদিপণ্য আগের দামে বিক্রি হচ্ছে। তবে সবজি বিক্রেতারা বলছেন, গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তায় চড়া দামে বিক্রি হচ্ছে সবজি। গড়ে ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না।
কম দামের সবজি বলতে বাজারে আছে কেবল পটোল, আলু, পেঁপে ও লম্বা বেগুন। বাকি সবকিছুর দাম কেজি প্রতি ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। এছাড়া কচুমুখী, ঢেঁড়শ, করলা, ধুন্দল, চিচিঙ্গা বিক্রি করছেন ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। পটোল বিক্রি হচ্ছে কেজিতে ৬০ টাকা, লাল আলু ৫০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, পেঁপেও ৬০ টাকা। এর বাইরে দেশী টমেটোর দাম কেজিতে ১০০-১২০ টাকা। শীতের সবজি শিমের দাম ১৬০ টাকা, বরবটি ১২০ টাকা, উচ্ছে ১২০ টাকা, কাঁচামরিচের দাম দোকানভেদে ২০০-২২০ টাকা ও গোল বেগুন ১২০ টাকা টাকা দরে বিক্রি হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।