লাইফস্টাইল ডেস্ক : বিছানার পাশের ছোট্ট টেবিলে বা ড্রইংরুমের সেন্টার টেবিলের মাঝখানে গোলাপ ফুল অনেকেরই ভালো লাগে। ফুলের সৌন্দর্য ও গন্ধ মনকে প্রশান্ত করে, দেয় সুখকর অনুভূতি। তবে কয়েক দিন পর ফুল শুকিয়ে গেলে একে ডাস্টবিনে ফেলে দেওয়া ছাড়া আর গতি থাকে না।
তবে মজার বিষয় হলো, শুকনো ডাঁটাকে কিন্তু কাজে লাগাতে পারেন। এ ক্ষেত্রে আপনার লাগবে আলু। আলুর ভেতরে ডাঁটা ঢুকিয়ে কয়েক দিন অপেক্ষা করুন। আবারও চমৎকার গোলাপফুল পাবেন।
শরীরের এই অঙ্গগুলো স্পর্শ না করাই ভালো
কীভাবে এটি করবেন
প্রয়োজন অনুযায়ী গোলাপ ফুলের ডাঁটা নিন। কাঁটা ও পাতাগুলো কেটে ফেলুন। এবার ডাঁটার মাথার দিকে অন্তত তিন সেন্টিমিটার কাটুন। এরপর একটি আলু নিয়ে এর মাঝখানে ছিদ্র করুন। এর মধ্যে ডাঁটা ঢোকান। এবার একটি ফুলের টবে রেখে মাটি ও সার দিয়ে ভরাট করুন। এরপর একটি প্লাস্টিকের বোতলে পেছনে কেটে নিয়ে ডাঁটার ওপরে দিন। কয়েক দিন অপেক্ষা করুন। এমন চমৎকার গোলাপ ফুটবে, যা হয়তো আপনি আগে কখনো দেখেননি।
সূত্র : টিপস অ্যান্ড ট্রিকস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।