স্পোর্টস ডেস্ক: আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সেই ফাইনালে তাণ্ডব চালিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার অ্যালিসা হিলি।
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটার অ্যালিসা হিলি। তার আর একটি পরিচয় রয়েছে। তিনি অস্ট্রেলিয়ার পুরুষ দলের তারকা পেসার মিচেল স্টার্কের স্ত্রী।
আজ রবিবার নারী ক্রিকেটের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত ফাইনালে ১৩৮ বলে ২৬ চারে ১৭০ রানের অনবদ্য ইনিংস খেলেন হিলি। যা আইসিসি ক্রিকেট বিশ্বকাপের যেকোনো ফাইনালে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস।
স্ত্রী হিলি মাঠে ব্যাট হাতে ঝড় তোলেন, একের পর এক মাইলফলক স্পর্শ করেন। আর গ্যালারিতে বসে হাততালি দেন স্বামী স্টার্ক। এটি ছিল হিলির প্রথম বিশ্বকাপ ফাইনাল। তাইতো ফাইনালে তাকে উৎসাহ দিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলেই থেকে নিউ জিল্যান্ডে উড়ে গেছেন স্টার্ক। শুধু তাই নয়, পরিবারকে সময় দিতে এবার আইপিএলেও তিনি খেলেননি। তাকে অবশ্য হতাশ করেননি তার স্ত্রী। নজর কাড়া ইনিংস খেলে ফাইনালের সবটুকু আলো কেড়ে নিয়েছেন।
হিলির ১৭০ রানের ইনিংস খেলার পর নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছে, ঘরে স্টার্ক সেরা ক্রিকেটার নন। তার স্ত্রীই সেরা। কিন্তু তারপরও তিনি গর্বিত তার স্ত্রীর জন্য। তাইতো পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে তিনি হাজির হয়েছেন ক্রাইস্টচার্চে স্ত্রীর খেলার দেখার জন্য।
হিলি আজ নারীদের বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান করার নজিরও স্থাপন করেছেন। তিনি ৯ ম্যাচে ৫৬.৫৫ গড়ে করেছেন ৫০৯ রান। সেমিফাইনালের পর ফাইনালেও সেঞ্চুরি করে গড়েছেন আরেক ইতিহাস। নারী বিশ্বকাপের ইতিহাসে তিনি একমাত্র ব্যাটার হিলি যিনি সেমিফাইনালের পর ফাইনালেও সেঞ্চুরি করেছেন।
তাঁর ওপেনিং পার্টনার র্যাচেল হায়নেসও খেলেছেন ৯৩ বলে ৬৮ রানের ইনিংস। বেথ মুনি করেন ৪৭ বলে ৬২ রান। শেষ দিকে ১০ বলে ১৭ রান করে অপরাজিত থাকেন অ্যালিসি পেরি। নির্ধারিত ৫০ ওভার শেষে অস্ট্রেলিয়া পায় ৫ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ।
হিলির এই ইনিংসটি নারী-পুরুষ মিলিয়েই ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসের ফাইনালে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। আগের সর্বোচ্চ ছিল অ্যাডাম গিলক্রিস্টের দখলে। ২০০৭ সালে পুরুষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি করেছিলেন ১৪৯ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।