ওয়ান ডিরেকশন এবং বিটিএস-এই দুই আইকনিক বয়ব্যান্ড বছরের পর বছর ধরে বৈশ্বিক পপ সঙ্গীতের ধারাকে প্রভাবিত করে আসছে। দুই ব্যান্ডের শক্তিশালী ভক্তকুল এবং একের পর এক সাফল্যের মাধ্যমে উভয় দলই নিজেদের অবস্থানকে অতুলনীয় করে তুলেছে। তবে ব্রিটিশ-আইরিশ বয়ব্যান্ডের গড়া বেশকিছু রেকর্ড ইতোমধ্যেই ভেঙে দিয়েছে বিটিএস।

সম্প্রতি বিলবোর্ডের সঙ্গে এক আড্ডায় ওয়ান ডিরেকশনের প্রাক্তন সদস্য লুই টমলিনসন এই বিষয়টি নিয়েই নিজের অনুভূতি প্রকাশ করেছেন। লুই জানান, এক সময় এই রেকর্ড হারানো তাকে কিছুটা দুঃখিত করেছিল।
তিনি বলেন, ‘একটা সময় ছিল যখন বিটিএস দ্রুত উপরে উঠছিল। মনে হতো, প্রতিবার টুইটারে ঢুকলেই দেখছি তারা আমাদের কোনো না কোনো রেকর্ড ভেঙে নিচ্ছে-সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া অ্যালবাম হোক বা অন্য কোনো মাইলফলক। প্রায় প্রতি সপ্তাহেই নতুন কিছু আমাদের হাতছাড়া হতে দেখেছি।’
তবে এই বিষয়টি নিয়ে গায়কের মধ্যে কোনো অভিমান বা বিরূপ মনোভাব নেই স্পষ্ট করে লুই বলেন, ‘ছয়-সাত বছর আগে এগুলো পড়ে মনে হতো-এটা একটু লজ্জার বিষয়। কারণ একসময় সবকিছুই (রেকর্ড) আমাদের ছিল। কিন্তু আমি তাদের উপর বিরক্ত নই। এটাই মিউজিক ইন্ডাস্ট্রির প্রকৃতি- এখানে কিছুই স্থিতিশীল নয়।’
৩৪ বছর বয়সী এই গায়ক আরও জানান, ওয়ান ডিরেকশনের সঙ্গে কাটানো সাফল্যের দিনগুলো নিয়ে তিনি গর্বিত। তার মতে, অনেক শিল্পীই ইন্ডাস্ট্রিতে এমন অবস্থানে পৌঁছাতে পারেন না। আর ‘ছাঁচ ভেঙে বেরিয়ে আসা’ই তাদের আলাদা করে তুলেছিল, যা পপ সঙ্গীত জগতে একটি বড় পরিবর্তন এনেছে।
এদিকে, লুই টমলিনসন ও আরেক প্রাক্তন ব্যান্ডসদস্য জায়ান মালিক সম্প্রতি প্রয়াত সহকর্মী লিয়াম পেইনের মৃত্যুর পর অতীতের মতপার্থক্য ভুলে একটি ডকুমেন্ট সিরিজে একসঙ্গে কাজ করছেন বলে জানা গেছে। যদিও কিছু বিতর্কের কারণে শুটিংয়ে বিঘ্ন ঘটেছে, তবে প্রযোজনা পক্ষ থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


