বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। শক্তিমান অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে প্রায় দুই দশক সময় লেগেছে। ছোট চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে ক্যারিয়ার শুরু করেন নওয়াজউদ্দিন। যদিও তার এই জার্নিটা মসৃণ ছিল না। ফলে জীবনের ঝুলিতে জমা পড়েছে অপমান আর গ্লানির গল্প।
ক্যারিয়ারের তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। স্মৃতিচারণ করে তিনি বলেন— ‘আমি হাজারবার অপমানিত হয়েছি। আমি কখনো যদি সেটে কোনো স্পট বয়ের কাছে পানি চাইতাম ওরা আমাকে সম্পূর্ণ ইগনোর করতো। নিজের উঠে গিয়ে পানি নিয়ে আসতে হতো। একাধিক প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এখানে বিভিন্ন কলাকুশলীদের জন্য আলাদা আলাদা খাবারের ব্যবস্থা রাখা হতো। জুনিয়র আর্টিস্টরা আলাদা খেত, সাপোর্টিং আর্টিস্টরা আলাদা আবার মুখ্য অভিনেতাদের জন্য আলাদা জায়গা থাকত।’
ঘাড় ধাক্কা দিয়ে নওয়াজউদ্দিনকে সরিয়ে দেওয়া হয়েছিল। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন— ‘যশরাজ ফিল্মসের মতো কিছু প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে যেমন সবার একসঙ্গে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়, কিছু জায়গায় আবার সেই ভেদাভেদ থাকে। আমি কখনো সিনেমার মুখ্য অভিনেতাদের সঙ্গে খেতে চাইলে আমাকে কলার ধরে টেনে নিয়ে যাওয়া হতো, ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হতো। আমার খুব অপমানবোধ হতো, রেগে যেতাম। ভাবতাম অভিনেতাদের তো অন্তত সম্মান দেওয়া হবে! কিন্তু সেসব কিছুই হতো না।’
ব্যাপক জনপ্রিয়তা পেল এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না
ব্যক্তিগত জীবনে ভালোবেসে আলিয়া সিদ্দিকীকে বিয়ে করেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এ দম্পতির এক কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে। পুত্রসন্তানের স্বীকৃতি না দেওয়া, স্ত্রীকে খাবার না দেওয়াসহ অসংখ্য অভিযোগ উঠেছে এই তারকা অভিনেতার বিরুদ্ধে। সব মিলিয়ে তাদের দাম্পত্য কলহ চরমে পৌঁছেছে; যা গড়িয়েছে আদালত পর্যন্ত। এসব বিষয় নিয়ে দারুণ সমালোচিত হয়েছেন নওয়াজউদ্দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।