আমাকে কেটে দুই টুকরো করে দিলে ভালো হয় : রচনা ব্যানার্জী

rachana banerjee

বিনোদন ডেস্ক : প্রথমবারের মতো রাজনীতির ময়দানে পা রেখেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সঞ্চালক রচনা ব্যানার্জী। পশ্চিমঙ্গে এবারের লোকসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন তিনি।

rachana banerjee

নির্বাচনের ময়দানে পা রেখে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। এসবের মাঝেও নানা রকম কটাক্ষ শুনতে হচ্ছে তাকে। তবুও রচনা দমে যাননি, একের পর এক এলাকায় গণসংযোগ করে বেড়াচ্ছেন।

আগামী ২০ মে হুগলি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৭ মে) ছিল নির্বাচনী প্রচারণার শেষদিন। এদিন গণসংযোগে বেড়িয়ে একটি রোড শো করেন রচনা। গাড়িতে করে ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থণা করেন তিনি।

যদিও অনেক এলাকাতেই ভোটের গণসংযোগে যেতে পারেননি এই তারকা। যে কারণে বিরোধী দলীয় নেতাদের সমালোচনা শুনতে হয়েছে তাকে। নির্বাচনী প্রচারণার শেষদিনে তাই আক্ষেপ ঝরলো অভিনেত্রীর কণ্ঠে।

রচনা বলেন, ‘আমাকে দুই টুকরো করে দিলে ভালো হয়। অনেক জায়গায় যেতে পারছি না। দুই টুকরো করে দিলে বেশি জায়গায় যেতে পারব। অনেকে আশা করছেন, কিন্তু কিছু করার নেই।’

সমালোচকদের ট্রোল করা প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘এসব নিয়ে কিছু বলার নেই। গণসংযোগে এসে মানুষের ভালোবাসা পেয়েছি। তাদের মুখের হাসি দেখতে পেয়েছি। নির্বাচনে ফলাফল যাই হোক, আমি সাথে করে তাদের ভালোবাসা নিয়ে ফিরব।’

ইতিহাসের সর্বোচ্চ দামে সোনার অলংকার

প্রসঙ্গত, হুগলি কেন্দ্রে ২০ তারিখ লড়াইটা হবে অভিনেত্রী রচনা ব্যানার্জী এবং লকেট চট্টোপাধ্যায়ের। নির্বাচনী ফলাফল পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪ জুন পর্যন্ত। সেদিনই জানা যাবে শেষ হাসি কে হেসেছে।