ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে তার ব্যক্তিগত সুসম্পর্কের কথা বলতে গিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, দীর্ঘদিনের ঝুলে থাকা ‘অ্যাপাচে’ হেলিকপ্টার সরবরাহ এবং বাণিজ্য সংক্রান্ত জটিলতা নিয়ে মোদি তাকে ব্যক্তিগতভাবে ‘স্যার’ সম্বোধন করে অনুরোধ জানিয়েছিলেন। বুধবার (৭ জানুয়ারি) ওয়াশিংটনে এক সভায় ট্রাম্প এসব কথা বলেন।

রিপাবলিকান পার্টির এক সভায় ট্রাম্প বলেন, ভারত অ্যাপাচে হেলিকপ্টার অর্ডার করেও পাঁচ বছর ধরে তা পাচ্ছিল না। প্রধানমন্ত্রী মোদি তখন আমার কাছে এসে বললেন, ‘স্যার, মে আই সি ইউ প্লিজ?’ (স্যার, আমি কি আপনার সাথে দেখা করতে পারি?)। আমি বললাম, হ্যাঁ! ট্রাম্প আরও যোগ করেন ভারতের সাথে বর্তমানে ৬৮টি অ্যাপাচে হেলিকপ্টার নিয়ে কাজ চলছে এবং তিনি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন।
ব্যক্তিগত সম্পর্ক ভালো থাকলেও বাণিজ্যিক ক্ষেত্রে ভারত ও আমেরিকার মধ্যে বর্তমানে বড় ধরণের টানাপোড়েন চলছে। ট্রাম্প স্বীকার করেছেন মার্কিন শুল্ক নীতির কারণে মোদি বর্তমানে তার ওপর সন্তুষ্ট নন। তিনি বলেন, তিনি (মোদি) আমার ওপর খুব একটা খুশি নন, কারণ বর্তমানে তাদের অনেক শুল্ক গুনতে হচ্ছে।
উল্লেখ্য, ট্রাম্প প্রশাসন বর্তমানে ভারতীয় পণ্যের ওপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। যার মধ্যে ২৫ শতাংশ সরাসরি রাশিয়ার কাছ থেকে ভারতের তেল কেনার কারণে শাস্তি হিসেবে দেওয়া হয়েছে।
ট্রাম্প জানান, ভারত রাশিয়া থেকে তেল কেনা উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দিলেও যুক্তরাষ্ট্র চায় এটি পুরোপুরি বন্ধ হোক। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ভারত যদি রাশিয়ার তেলের ইস্যুতে আমাদের সাহায্য না করে, তবে আমরা তাদের ওপর আরও শুল্ক বাড়াতে পারি।
তবে কঠোর হুঁশিয়ারির পাশাপাশি মোদির প্রশংসাও করেছেন ট্রাম্প। তিনি বলেন, মোদি একজন খুব ভালো মানুষ। তিনি জানতেন আমি (রুশ তেলের বিষয়ে) খুশি ছিলাম না, আর আমাকে খুশি রাখাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।
তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


