জুমবাংলা ডেস্ক : আমার বয়স ১৭, আমার আব্বুর জেলে থাকার বয়সও ১৭, বলে দুঃখ প্রকাশ করেন ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় আটক জাহাঙ্গীর আলমের কন্যা সাফাজ হুমাইরা।
আজ রবিবার গ্রেনেড হামলায় আটক অভিযুক্তদের জামিন হয়েছে। এতে আটক জাহাঙ্গীর আলমেরও মুক্তি হয়।
সাফাজ হুমাইরা বলেন, আমার বয়স যখন ৪মাস, আমি কথাও বলতে পারতাম না। আব্বুকে চিনতামও না আব্বুকে চিনতামও না। তখন থেকে আমার আব্বু নাই। আমি জন্মের পর থেকে বাসায় কখনো আব্বুকে দেখিনি।‘
হুমাইরা নিজের আনন্দ প্রকাশ করে বলেন, আমি যখন ক্লাস সিক্সে তখন একবার জেলখানায় আব্বুর সাথে দেখা হয়েছে। এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আজ আমি অনেক খুশি।
জাহাঙ্গীরের বোন দাবি করেন, তার ভাই ও বাবার নাম অন্য আসামীর নাম-পরিচয়ের সাথে মিল থাকায় তাকে ভুলভাবে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, জাহাঙ্গীর আলম ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে তার বাবার ব্যবসা দেখাশোনা করতেন। তাকে গ্রেপ্তারের পর একমাস গুম করে রাখা হয়েছিল। তারপর তাকে পাওয়া গেলে এতোদিন যাবত এই মামলা চলমান ছিল।
অতঃপর হাইকোর্ট আজ জাহাঙ্গীরের মামলার রায় দেয়।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.