বিনোদন ডেস্ক : অভিনেতা হিসেবে অভিষেক হলো প্রখ্যাত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। ২০ বছর ধরে ক্যামেরার পেছনে কাজ করা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী প্রথমবার অভিনয় করেছেন। নিজের নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ ওয়েব ফিল্মে অভিষেক হলো তার।
নির্মাতা অভিনেতা ফারুকী তার এই নতুন পরিচয়ের জার্নিটা ব্যাখ্যা করেছেন তার নিজস্ব ঢঙে। তার মতে, ‘এই ছবিটি মূলত আমাদের মেয়ে ইলহামের প্রতি ভালোবাসার পত্র! অথবা সকল মেয়ের উদ্দেশ্যে তার মায়ের ও বাবার ভালোবাসার পত্র।’
২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে। উত্সবের মর্যাদাপূর্ণ জিসোক প্রতিযোগিতায় রয়েছে সিনেমাটি। এর গল্প ঢাকায় বসবাসরত চলচ্চিত্র নির্মাতা ফারহান এবং অভিনেত্রী তিথি দম্পতিকে কেন্দ্র করে এগোয়। বিয়ের অনেক বছর পেরিয়ে যাওয়ায় সন্তান নিতে সামাজিক চাপে থাকে তারা। এক পর্যায়ে তিথি গর্ভধারণ করে। কিন্তু তার গর্ভাবস্থার শেষের দিকে একটি ঘটনা ঘটে। নিজের এই অভিনয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে ফারুকী আরও বলেন, ‘ইলহাম যখন বড় হবে এবং ছবিটি দেখার সুযোগ পাবে। আশা করি সে তার কানে ফিসফিস করে আমাকে বলতে শুনবে তুমি এই পৃথিবীতেই এসেছো। এখানে পরিবর্তন আনার যথাসাধ্য চেষ্টা করো, যাতে তুমি যেখানে এসেছো তার চেহারা ভিন্ন পৃথিবীতে তোমার সন্তানরা আসতে পারে।’
তবে এর আগে নির্মাতা বুসান চলচ্চিত্র উত্সবে পুরস্কৃত হয়েছেন নিজের নির্মিত চলচ্চিত্রে। কিন্তু এবারে অভিনেতা হিসেবে তার নতুন চলচ্চিত্রের প্রদর্শনী হবে। প্রিয় জুরী বা বিভিন্ন ভাষাভাষী একাধিক নির্মাতার সাথে ফারুকীর শখ্য পুরনো। তারাও নতুন এক অভিনেতাকে দেখবেন! জাপানের কিংবদন্তী চলচ্চিত্রকার আকিরা কুরোসাওয়ার স্মৃতিগ্রন্থ ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’ থেকে নিজের পরিচালিত নতুন ছবির নাম রেখেছেন মোস্তফা সরয়ার ফারুকী। গল্পটিতে ফারুকী-তিশার বাস্তব জীবনের প্রতিফলন রয়েছে। মুখ্য দুই চরিত্র ফারহান ও তিথি মূলত তারাই।
‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন ফারুকী ও তিশা। ওটিটি প্ল্যাাটফর্ম চরকির জন্য ছবিটি প্রযোজনা করেছেন রেদওয়ান রনি। এদিকে অভিনেত্রী তিশা এই কাজটি প্রসঙ্গে বলেন, ‘নারীরা বরাবরই বিভিন্ন প্রশ্নবাণে জর্জরিত হয়। নারীর জন্য প্রশ্নের যেন শেষ নেই। এখন সময় এসেছে, আমাদের নারীদের পক্ষ থেকে কিছু প্রশ্ন ছুঁড়ে দেওয়ার। সেজন্য একজন নারী হিসেবে আমি এ ধরনের গল্প আরও বেশি দেখতে চাই।’ অটোবায়োগ্রাফি’তে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুরসহ অনেকে।
উল্লেখ্য, মোস্তফা সরয়ার ফারুকী তার মিনিস্ট্রি অব লাভ নামের একটি প্রজেক্টে দেশের একাধিক গুণী নির্মাতাকে এক করেছেন। বর্তমানে উপমহাদেশে এই ধরনের একচ্ছত্র হয়ে চলচ্চিত্র নির্মাণ বা কাজ করার প্রচলন রয়েছে। বাংলাদেশেও সৈয়দ শাওকীসহ একাধিক নির্মাতারা জোটবদ্ধ হয়ে কাজ শুরু করেছেন। মূলত দেশে এই ধারণা নিয়ে নাটক-সিনেমা নির্মাণের প্রচলন প্রথম শুরু করেন ফারুকীই। তিনি ‘ভাই বেরাদার’ নামে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে দীর্ঘদিন ধারাবাহিকভাবে কাজ করেছেন। সেই ‘ভাই বেরাদার’ প্লাটফর্ম থেকে উঠে এসেছে একাধিক নাম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।