সুয়েব রানা, সিলেট : জৈন্তাপুরের সারী বালু মহাল হতে চাঁদাবাজির সংবাদ প্রকাশ করার জের ধরে বারকি শ্রমিক সভাপতি আমির আলি কর্তৃক দৈনিক কালবেলার জৈন্তাপুর প্রতিনিধি নাজমুল ইসলামকে হাত কেটে ফেলার হুমকির প্রতিবাদে স্থানীয় সাংবাদিকরা একত্রিত হয়ে কলম বিরতি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় ।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সেখানে মাত্র তিন বছরের অবুঝ শিশু হুজাইফা আহমদ সাজিদের দুই হাত দিয়ে বুকে মধ্যেখানে ধরা প্লেকার্ড উপস্থিত সবার নজর কাড়ে। চাঁদাবাজির সংবাদ প্রকাশ করা কি আমার বাবার দোষ লেখা প্লেকার্ড নিয়ে প্রতিবাদে অংশ নেয়। শিশুটি হচ্ছে সাংবাদিক নাজমুলের ছেলে। ইতিমধ্যে এই শিশুটির ছবি প্রতিবাদস্বরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে সমাজের বিবেকবান মানুষদের নজর কাটছে।
জানা যায়, দৈনিক কালবেলার জৈন্তাপুর প্রতিনিধি নাজমুল ইসলাম সম্প্রতি সারী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজির বিষয়ে সংবাদ প্রকাশ করলে শনিবার (২৮ ডিসেম্বর) রাতে সাংবাদিক নাজমুলের ফোনে কল দিয়ে সারীঘাট বারকি শ্রমিক সংগঠনের সভাপতি আমির আলী কোন কথা জিজ্ঞেস না করেই, মা-বাবাকে গালি সহ, তার দুই হাত কেটে নেওয়ার হুমকি দেন, এতে নাজমুল সব সময়ই নীরবতা পালন করেন, তিনি বারবার জানতে চেয়েছিলেন , আপনি কেন আমাকে গালি দিচ্ছেন, আমার অপরাধ কি। যা পরবর্তী সময়ে সাংবাদিক নাজমুলের ফোনের কল রেকর্ড হওয়া অডিও রেকর্ড থেকে প্রমাণিত হয়েছে। তখন নাজমুল নিজের নিরাপত্তাহীনতার কথা চিন্তা করে আত্মীয়-স্বজনদের সাথে পরামর্শ করে জৈন্তাপুর থানায় সাধারণ ডায়রি করেন।
হুমকির প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার দুপুরে মুখে কালো কাপড় বেঁধে জৈন্তাপুরের মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের সামনে উপজেলার সকল কর্মরত সাংবাদিকগণ অংশ গ্রহণ করে কলম বিরতি ও প্রতিবাদ সভা করেন।
এতে জৈন্তাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও জৈন্তাপুর অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরের পরিচালনায় বক্তব্য দেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল, জৈন্তাপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন মোহাম্মদ হানিফ, গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন, জালালাবাদ প্রতিনিধি গোলাম সারওয়ার বিলাল, বাংলা টিভি প্রতিনিধি দুলাল আহমেদ রাজু, জৈন্তাপুর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ।
এ সময় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি শোয়াইবুর রহমান, চ্যানেল এস এর গোয়াইনঘাট ও জৈন্তাপুর প্রতিনিধি সালমান শাহ, ভোরের কাগজের প্রতিনিধি সাইফুল ইসলাম বাবু, আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার সাজ উদ্দিন সাজু, এশিয়ান টিভির প্রতিনিধি ইউসুফুর রহমান, সিলেটের বানীর প্রতিনিধি মোহাম্মদ আবদুল্লাহ,
বিজয়ের কন্ঠ ও জুমবাংলা’র প্রতিবেদক সুয়েব রানা,গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ সম্পাদক মিনহাজ মির্জা, সদস্য সাইদুল ইসলাম, সংবাদ কর্মী রাসেল আহমেদ, আনন্দ টিভির প্রতিনিধি মোহাম্মদ ইব্রাহিম সহ স্থানীয় সংবাদিকরা।
সাংবাদিকদের কলম বিরতি চলাকালে তাদের সাথে সহমর্মিতা ও সংহতি প্রকাশ করে সভায় অংশ গ্রহন করেন জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ এর নেতৃত্বে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ সাংবাদিককে হুমকির ঘটনায় নিন্দা জানিয়ে তাদের পাশে থাকা আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বলেন সাংবাদিকরা সমাজের দর্পন। সমাজের অনিয়ম, দূর্ণিতি, অব্যবস্থাপনাকে তুলে ধরতে সাংবাদিকরা উপজেলায় কাজ করে যাচ্ছে। এসময় তিনি বলেন সাংবাদিকদের মুখ বন্ধ করার ক্ষমতা কারো নেই। যে বা যাহারা এই ক্ষমতার অপব্যবহার করতে চাইবে তাদের জৈন্তাপুর উপজেলা বিএনপি সহ সর্বস্তরের জনগণ প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
তিনি সকল সাংবাদিকদের মুখে কালো কাপড় খুলে ফেলার অনুরোধ জানিয়ে সকলের হাতে কলম তুলে দিয়ে বিরতি প্রত্যাহারে আহবান জানান।
সভার সভাপতি ফয়েজ আহমেদ আব্দুল হাফিজের হাত থেকে কলম গ্রহন করেন এবং সম্প্রতি সময়ে ঘটে যাওয়া ঘটনার উপযুক্ত বিচার দাবী করেন। এসময় উপজেলা বিএনপির প্রতিনিধিদলের সুষ্ঠু বিচার ও সমাধানের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করা হয়।
উপজেলা বিএনপির প্রতিনিধিদলের সাথে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আলমগীর হোসেন, উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নুরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।