বলিউডের স্বনামধন্য পরিচালক মহেশ ভাট ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলতেই বেশি পছন্দ করেন। নিজের বাবা-মায়ের ভিন্ন ধর্মে বিয়ে নিয়েও একটি পুরোনো সাক্ষাৎকারে কথা বলেছিলেন এ নির্মাতা। তার বাবা ছিলেন ব্রাহ্মণ। অন্যদিকে মা শিরিন ছিলেন ইসলাম ধর্মাবলম্বী। মহেশের তিন মেয়ে—পূজা, আলিয়া ও শাহিনভাট।
পূজা নব্বইয়ের দশকের সফল অভিনেত্রী। আলিয়া এ মুহূর্তে বলিউডের এক নম্বর অভিনেত্রী, যিনি মাত্র ৩০ বছরের মধ্যে অনেক পুরস্কারে সম্মানিত। আরেক কন্যা শাহিন লেখিকা। এবার নতুন প্রজন্ম এসেছে পরিবারে।সে হলো আলিয়া ও রণবীরের মেয়ে রাহা। এবার সেই নাতনিকে নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন নানা মহেশ ভাট।
পরিচালক তার ছোট মেয়ে আলিয়ার সাফল্য নিয়ে গর্বিত। আলিয়া প্রসঙ্গে মহেশ ভাট বলেন, সে এমন একটি মেয়ে, যিনি নিজের শর্তে বাঁচেন। তিনি বলেন, আমার বিশ্বাস—নাতনি রাহা মেয়ে আলিয়া ও জামাই রণবীরকে ছাপিয়ে যাবে।
এ পরিচালক বলেন, প্রতিটা প্রজন্ম নতুন একটা উদ্যম এবং তারা আরও কয়েক ধাপ এগিয়ে যায়। রাহার মধ্যে যে জীবনী শক্তি রয়েছে, সেটি সচরাচর দেখা যায় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।