আমার বউ আনারকলি, বাকি সবাই পেঁয়াজকলি : কাঞ্চন মল্লিক

কাঞ্চন মল্লিক

বিনোদন ডেস্ক : গতবছর কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী পিঙ্কি ব্যানার্জির সম্পর্কের টানাপোড়েনের খবর নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া। আপাতদৃষ্টিতে সুখী এই দম্পতির সংসারে ফাটল ধরেছিল তলে তলে। নেপথ্য কারণ হিসেবে পিঙ্কি দায়ী করেছিলেন কাঞ্চনের বান্ধবী শ্রীময়ীকে। এরপর এই সাংসারিক ঝামেলার রেশ বহুদূর পর্যন্ত গড়িয়েছিল। আদালতের দোরগোড়া অব্দিও পৌঁছে গিয়েছেন দুজনে। এরপর থেকে দু’জনই আলাদা থাকতে শুরু। কিন্তু এই ঝামেলা এখনও শেষ হয়নি।

কাঞ্চন মল্লিক

কাঞ্চন মল্লিক এবং তার স্ত্রী পিঙ্কির মধ্যে যে টানাপড়েন সৃষ্টি হয়েছে তা যেন ছাইচাপা আগুন। সদ্য স্ত্রীর বিরুদ্ধে ছেলের সঙ্গে দেখা করতে না দেওয়ার অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হন বিধায়ক-অভিনেতা। আদালতে তাদের বিচ্ছেদ মামলা চলছে। এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে একটি রিয়েলিটি শোয়ের পুরনো ভিডিও ক্লিপিংস। এখানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন কাঞ্চন এবং পিঙ্কি।

প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জীর সঞ্চালনায় সেখানে বিবাহিত জুটি হিসেবে উপস্থিত হয়েছিলেন কাঞ্চন এবং পিঙ্কি। এই ক্লিপিংসে দেখা যাচ্ছে বরের প্রশংসায় পঞ্চমুখ পিঙ্কি। পিঙ্কি বলছেন, “আমি বউ হিসেবে খুব খারাপ। তবে বন্ধু হিসেবে দারুণ। এটা কাঞ্চাই আমাকে বলেছে।” এটা শুনে কাঞ্চন মল্লিককে বলতে শোনা যায়, “হ্যাঁ, ও আমার খুব ভালো বন্ধু। এটা স্বীকার করতে লজ্জা নেই, আমার বউ আনারকলি, বাকি সবাই পেঁয়াজকলি!”

তাদের দুজনের মধ্যে কিভাবে প্রেম হয়েছিল সেই গল্পটাও এদিন শুনিয়েছিলেন কাঞ্চন এবং পিঙ্কি। একটি ধারাবাহিকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করতে হয়েছিল তাদের। সেই সময় নিজের খাওয়া-দাওয়ার উপর একেবারেই ধ্যান দিতেন না কাঞ্চন। সময় মত খাবার খেতেন না বলে পিঙ্কির কাছে বকাও খেতেন। পিঙ্কি কাঞ্চনকে বলেছিলেন, “আপনি এত ভাল শিল্পী কেন নিজেকে নিয়ে আপনার এত অনীহা। সময়ে খান না, নিজের খেয়াল নেন না।” ব্যাস, এতেই কাঞ্চনের মন পিঙ্কির জন্য গলে জল হয়ে যায়!

চিত্রনায়ক জসিম সম্পর্কে কিছু অজানা তথ্য

সবশেষে কাঞ্চনকে প্রেমিক হিসেবে ১০০তে ১০০০ নম্বর দেওয়ার কথা বলেছিলেন পিঙ্কি। বলেছিলেন, কাঞ্চন নাকি নীরবে ভালবেসে যায়। যা চোখে এবং কাজের মধ্যে ধরা পড়ে। এই ভিডিও দেখে নেটিজেনরা ট্রোল করতে শুরু করেছেন। মজার মজার মন্তব্য লক্ষ্য করা যাচ্ছে কমেন্ট বক্সে। কেউ লিখছেন, কাঞ্চনের নীরব প্রেম নীরব মোদির মতো পালিয়েছে! কারও প্রশ্ন, “এত ভালোবাসা কি করে শেষ হয়ে গেল?” কেউ লিখছেন, ‘‘এই যে পিঙ্কি সকলকে বলে বেড়ায় ও নাকি কাঞ্চনের সঙ্গে দু’ দিনও ভালো করে সংসার করেনি, তাহলে এত ন্যাকা ন্যাকা কথা কেন’’!