বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেতা মনোজ বাজপেয়ী। ব্যক্তিগত জীবনে বলিউড অভিনেত্রী শাবানা রাজাকে বিয়ে করেছেন তিনি। মনোজ হিন্দু ধর্মের অনুসারী আর শাবানা মুসলিম। দু’জনে দুই ধর্মের অনুসারী হলেও দাম্পত্য জীবনে তার প্রভাব পড়েনি বলে জানিয়েছেন মনোজ।
প্রেম-বিয়ে ও ধর্ম— নিয়ে ভারতীয় খ্যাতনামা সাংবাদিক বারখা দত্তের একটি অনুষ্ঠানে কথা বলেন মনোজ। এ সময় এই অভিনেতা বলেন, ‘শাবানার সঙ্গে আমার বিয়ে ধর্মের চেয়েও বেশি। কিছু অকথিত মূল্যবোধ রয়েছে যা নিয়ে আমরা কখনো কথা বলি না। তবে এগুলো আমাদের সম্পর্কে রয়েছে। কখনো এই মূল্যবোধের পরিবর্তন হলে এ সম্পর্ক স্থায়ী হবে না।’
ধর্ম নিয়ে স্ত্রীর সঙ্গে কখনো বিরোধ হয়নি মনোজের। তা উল্লেখ করে এই অভিনেতা বলেন, ‘আমার স্ত্রী শাবানা ধার্মিক নন। তবে ভীষণ আধ্যাত্মিক। ও একজন গর্বিত মুসলিম, আর আমি গর্বিত হিন্দু। তবে এটা নিয়ে আমাদের মধ্যে কখনো কোনো বিরোধ বাঁধেনি। আমাদের মাঝে অলিখিত শর্ত রয়েছে, কেউ কখনো কারো ধর্ম বিরোধী কোনো মন্তব্য করবে না।’
ভুলেও এই মিথ্যা কথাটি সঙ্গীকে বলবেন না, ভেঙে যেতে পারে সম্পর্ক
ভিন্ন ধর্মের মেয়েকে বিয়ে করায় পরিবার থেকে আপত্তির মুখোমুখি হয়েছিলেন কিনা? জবাবে মনোজ বাজপেয়ী বলেন, ‘ভিন ধর্মে বিয়ে নিয়ে পরিবারের সদস্যদের যদি কোনো আপত্তি থেকেও থাকে, তা তারা কখনো প্রকাশ করেননি। আমি ব্রাহ্মণ পরিবার থেকে এসেছি, আমার পরিবারের অনেক খ্যাতি এবং প্রতিপত্তি ছিল। তবে আশ্চর্যের বিষয় তারা কখনো এটা নিয়ে কথা বলেননি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।