বিনোদন ডেস্ক : এবারের ঈদুল আজহায় ব্যবসায়ী, প্রযোজক ও নায়ক অনন্ত জলিলের ‘দিন : দ্য ডে’ সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। নিজের সিনেমা নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন এই নায়ক।
এবার মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার কাছে অনন্ত জানালেন, মন্ত্রী থেকে কৃষক পর্যন্ত তার সিনেমার দর্শক। প্রশ্ন ছিল, আপনার সিনেমার দর্শক কোন শ্রেণির? মানে কোন ধরনের ভক্ত আপনার বেশি?
জবাবে অনন্ত জলিল বলেন, আমাকে হল মালিকেরা চিঠি লিখেছিল। বলেছিল, আপনার ছবি দেখতে আসে সব বড় বড় মানুষেরা, বিএমডব্লিউ গাড়ি নিয়ে, অডি গাড়ি নিয়ে। আমাদের এখানে গাড়ি রাখার জায়গা নাই।
তিনি আরও বলেন, আপনারা দেখেছেন বলাকা হলের সামনে অনেক বড় জায়গা, সেখানে গাড়ি রাখার জায়গা থাকে না। আমার দর্শক মিনিস্টার লেভেল থেকে একেবারে কৃষক লেভেল পর্যন্ত। আমি আজ পর্যন্ত এমন একজন লোক পাইনি, যে আমার ছবি দেখেনি।
অনন্ত জলিল আরও বলেন, একজন আমাকে বলে, আজ থেকে ২০ বছর পূর্বে আপনার ছবি দেখেছি, আজ আপনার ছবি দেখলাম। যারা নিয়মিত ছবি দেখে, তারা তো দেখেই। স্কুলের শিশুরা পর্যন্ত বাবা মায়ের সঙ্গে গিয়ে আমার ছবি দেখে। আপনি যদি কাউন্ট করেন, ওয়ান টু টেন, তাহলে ওয়ান টু টেন-ই আমার ছবি দেখে।
উল্লেখ্য, সিনেমাটি ইরানি পরিচালক মুর্তজা অতাশ জমজম। বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক ও আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। এতে অনন্ত জলিল, বর্ষা ছাড়া আরও অভিনয় করেছেন ইরান ও লেবাননের অভিনেতারা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.