আমার জীবনের গল্প এমন মর্মান্তিক হবে কল্পনা করিনি : ইরফান

অভিনেতা ইরফান সাজ্জাদ

বিনোদন ডেস্ক : অনাগত যমজ সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ। তার জীবন কাহিনী যে এত করুণ হবে তা তিনি ভাবতে পারেননি। ইরফান বলেন, ‘পৃথিবীতে শুধুমাত্র একটা জিনিসকে মানুষ তার একান্ত নিজের বলতে পারে। তার নিজের সন্তান। আল্লাহ আমাদের একসাথে দুজন দিয়েছিলেন, আবার নিয়েও গেলেন।’

অভিনেতা ইরফান সাজ্জাদ

অভিনেতার ভাষ্য, ‘অনেক গল্পে অভিনয় করেছি আমি। কিন্তু নিজের জীবনের গল্প এমন মর্মান্তিক হবে, কল্পনা করিনি কখনও। হয়ত জীবনটাই এমন, যেখানে বাস্তবতা কল্পনাকে হার মানায়।’

সোশ্যাল মিডিয়ায় অনাগত দুই সন্তানের উদ্দেশে তিনি লিখেছেন, ভালো থেকো আমার ‘প্রিয়’ আর ‘মায়া’। দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ।

আমি হারিয়ে যাইনি : জ্যোতিকা জ্যোতি

জানা গেছে, অভিনেতার স্ত্রী শারমিন সাজ্জাদ বিগত দেড় বছর ধরেই অসুস্থ। চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে চিকিৎসা চলছিল তার। এরমধ্যেই তারা জানতে পারেন, শারমিন অন্তঃসত্ত্বা। কিন্তু সন্তানের মুখ দেখার স্বপ্ন পূরণ হলো না তাদের। গত ৫ মে গর্ভপাতে অনাগত দুই সন্তানকে হারিয়েছেন এই দম্পতি।