আমার জীবন, নিয়মও আমার : শ্রাবন্তী

শ্রাবন্তী

বিনোদন ডেস্ক : মুখে যা বলা যায় না, সেটাই নানা পোস্টার আকারে বেরিয়ে আসে নেটমাধ্যমে। মনের ভাব প্রকাশ করার এই সহজ পন্থা ব্যবহারে তারকাদের জুড়ি মেলা ভার। সেই তালিকায় ওপার বাংলার আলোচিত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের নামটা বেশ উপরের দিকেই।

শ্রাবন্তী

স্বামীর সঙ্গে বাক-বিতণ্ডা হোক বা প্রেমিকের প্রতি অনুরাগ, ইনস্টাগ্রামের সুবাদে ফুটে ওঠে সবই। সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেছেন শ্রাবন্তী। সাদা-কালো শার্ট, সুনিপুন রূপটানে লেন্সবন্দি হয়েছেন নানা ভঙ্গিতে। তাকে দেখে মুগ্ধতা প্রকাশ করেছেন অনেকেই।

পাশাপাশি সেই ভিডিওর ক্যাপশনও কম কৌতূহল জাগায়নি অনুরাগীদের মনে। অনেকেই জানতে চেয়েছেন তার ওই ক্যাপশনের মানে। যদিও নায়িকা কোনো জবাব দেননি। কিন্তু কী লিখেছেন অভিনেত্রী? সেখানে লেখা, ‘আমার জীবন তাই নিয়মও আমার। মেজাজও আমার।’

টলিউডে দুই দশক পার করেছেন শ্রাবন্তী। কাজের তুলনায় ব্যক্তিজীবন নিয়ে তিনি বেশি চর্চায় থাকেন। একাধিক বিয়ে, সম্পর্ক নিয়ে নিয়মিত ধেয়ে আসে কটাক্ষ। সে কারণেই কি আকারে-ইঙ্গিতে এই বার্তা? ব্যক্তিগত বিষয়ে যে কারও হস্তক্ষেপ তার পছন্দ নয়, সে কথাই বুঝিয়ে দিলেন নায়িকা?

তৃতীয় স্বামী রোশন সিংহের সঙ্গে শ্রাবন্তীর দূরত্ব তৈরি হয়েছে আগেই। এক ছাদের নিচে থাকেন না তারা। বর্তমানে ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর প্রেমে বুঁদ শ্রাবন্তী। অভিনেত্রীর প্রেমিক তার প্রতিবেশীও বটে। একসঙ্গে পৌঁছে যান টলিপাড়ার বিভিন্ন পার্টিতে। যদিও নতুন সম্পর্ক নিয়ে মুখে কুলুপ নায়িকার।

গাধার সংখ্যায় বিশ্বে ৩য় পাকিস্তান

কাজের ক্ষেত্রে শ্রাবন্তীকে শেষ দেখা গেছে ‘বিক্ষোভ’ সিনেমাটিতে। এটি বাংলাদেশের সিনেমা। প্রযোজনা করেছেন শাপলা মিডিয়া এবং পরিচালনা করেছেন শামীম আহমেদ রনী। এখানে শ্রাবন্তী অভিনয় করেছেন একটি কলেজের শিক্ষিকার ভূমিকায়। ছাত্রের ভূমিকায় আছেন শান্ত খান।